দলিল লেখকদের অনির্দিষ্টকালের ধর্মঘট বহাল

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, মে ১৬, ২০১৬

দলিল লেখকদের অনির্দিষ্টকালের ধর্মঘট বহাল

stikem_sm20150826214354

সুরমা মেইল নিউজ : সিলেটের সাবরেজিস্ট্রারি মাঠ থেকে হকার উচ্ছেদের দাবিতে ও সাবরেজিস্ট্রার দলিল লেখকদের শেডে হামলার প্রতিবাদে দলিল লেখকদের ধর্মঘট চলছে। গতকাল রোববার সকাল থেকে দলিল লেখকদের এ ধর্মঘট শুরু হয়।

আজ সোমবার (১৬ মে ) দলিল লেখকরা উপস্থিত থাকলেও কোনো দলিল সম্পাদনের কার্যক্রম চালাননি তারা। এতে করে জমি রেজিস্ট্রারি করতে এসে অনেকেই ফিরে গেছেন। টেবিলগুলো প্রায় সব খালি পড়ে থাকতে দেখা যায়।

উল্লেখ্য, গত মঙ্গলবার দলিল লেখকদের উপর হামলার পর ৪ দিনের আলটিমেটাম দিয়েছিলেন দলিল লেখকরা। এতে কাজ না হওয়ায় তারা গতকাল রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন শুরু করেছেন।

সিলেট সদর শাখার সভাপতি হাজী মাহমুদ আলী বলেন- মাঠে জোরপূর্বক থাকা অবৈধ দখলদার হকারদের কাছে জিম্মি হয়ে পড়েছে সবাই। নতুবা ওরা এতোদিন ঐতিহাসিক এ মাঠ দখলে রাখতে পারতো না। মাঠ থেকে হকারদের উচ্ছেদ না করলে একদিন রেজিস্ট্রারি মাঠের অস্তিত্বই থাকবে না। হকারদের উচ্ছেদ করা না পর্যন্ত তাদের এ ধর্মঘট চলবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com