দলীয় এমপি আচরণবিধি লঙ্ঘন করলে ব্যবস্থা: হানিফ

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৬

দলীয় এমপি আচরণবিধি লঙ্ঘন করলে ব্যবস্থা: হানিফ

images (1)

সুরমা মেইল নিউজ : ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় কোনও এমপি আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন  আওয়ামী লীগের  যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, আমরা সব সংসদ সদস্যকে সতর্ক করে নির্দেশনা দিয়েছি। এরপরও কারও বিরুদ্ধে অভিযোগ পেলে তা তদন্ত করে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে ছয় সদস্যর একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার রকিব উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে। দলের অন্য সদস্যরা হলেন, যুগ্ম সাধরণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, কৃষিবিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক ও দফতর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মাহবুব উল আলম হানিফ বলেন, আমরা নির্বাচন কমিশনের কাছে সুনির্দিষ্ট কিছু বিষয়ে কথা বলতে এসেছিলাম। কমিশন নিরপেক্ষতার নামে সরকারি দলের ওপর আইনি খড়গ চালাবে, এটা কোনওভাবে গ্রহণযোগ্য নয়। ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আব্দুল আলিমকে বহিষ্কার ও তার বিরুদ্ধে ইসির আইনি ব্যবস্থা তুলে ধরে হানিফ বলেন, কমিশন কোনও ঘটনা তদন্ত না করে একজনের অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে। এটা কমিশনের  নিরপেক্ষতার নামে সরকারি দলের প্রতি অবিচার বলে আমরা মনে করি। বিভিন্ন স্থানে জনরোষের ভয়ে বিএনপি প্রার্থীরা নির্বাচনে অংশ না নেওয়ায় বিভিন্ন স্থানে একক প্রার্থী নির্বাচিত হয়েছেন বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com