দাওয়াত দিয়ে নিয়ে প্রেমীকাকে গণধর্ষণ: ৫ ধর্ষক আটক

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৬

দাওয়াত দিয়ে নিয়ে প্রেমীকাকে গণধর্ষণ: ৫ ধর্ষক আটক

Rape
সুরমা মেইল নিউজ : রাজধানী উত্তরা এলাকায় প্রেমীকাকে দাওয়াত দিয়ে নিয়ে একটি বাড়িতে প্রেমীকসহ গণধর্ষণ করেছে কয়েক যুবক। এ ঘটনায় পুলিশ ৫ ধর্ষককে আটক করেছে পুলিশ। রোববার দক্ষিণখানে একটি বাড়িতে নিয়ে গিয়ে তার প্রেমিকসহ ছয়জন মিলে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন নির্যাতিতা। আর এ ঘটনায় ধর্ষিতা নিজেই বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে রোববার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টায় দক্ষিণখান থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে দক্ষিণখান থানা পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে। আটককৃতরা হলেন, তরুণীর কথিত প্রেমিক আব্দুর রহমান স্বাধীন ও তার বন্ধু আবদুর রহমান সজিব, আরিয়ান ইসলাম, শাওন ও নাজমুল হুদা। নির্যাতিতার বাড়ি শ্রীপুরে। তার কথিত প্রেমিক আব্দুর রহমান রোববার সকালে তাকে ঢাকায় তার বন্ধু সজিবের বাড়িতে এনে সাত বন্ধু মিলে গণধর্ষণ করে। দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ লুৎফর রহমান বলেছেন, নির্যাতিতা রোববার রাত ৯টার দিকে গণধর্ষণের অভিযোগ করে ৭ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। আমরা তার কথিত প্রেমিকসহ ৪ জনকে আটক করেছি। সোমবার সকালে ধর্ষিতা মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com