দাম্পত্য কলহের কারণে, মা নিজের সন্তানকে খুন করেছে

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৬

দাম্পত্য কলহের কারণে, মা নিজের সন্তানকে খুন করেছে

2016_04_23সুরমা মেইল নিউজ : রাজধানীর উত্তরখানের মাস্টারপাড়া সোসাইটি এলাকায় দেড় বছরের শিশু নেহাল সাদিককে হত্যায় অভিযুক্ত ওই শিশুরই মা মীর ফাহমিদা মুক্তি এখন মানসিকভাবে অসুস্থ। ঘটনার চারদিন পর শুক্রবারও তিনি অসংলগ্ন কথা বলেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিকে মানসিক রোগের চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রতিবেশীরা জানান- মুক্তির স্বামী মুরাদ উত্তরার নর্থ টাওয়ারে লেডিস কর্নার নামে একটি দোকানের বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। মুক্তি ও মুরাদ দু’জনেরই এটি দ্বিতীয় বিয়ে। তারা পরস্পরকে সন্দেহ করতেন। মুক্তির ধারণা, মুরাদের পরকীয়া সম্পর্ক আছে। অন্যদিকে মুরাদও ভাবেন, প্রাক্তন স্বামীর সঙ্গে এখনো যোগাযোগ রয়েছে মুক্তির। এসব বিষয়ে দু’জনের প্রায়ই ঝগড়া হতো।

এদিকে পুলিশ কর্মকর্তারা বলছেন- মুক্তির বিরুদ্ধে নিজের শিশু সন্তানকে হত্যা এবং আত্মহত্যা চেষ্টার ঘটনায় দু’টি মামলা তদন্তাধীন। তাকে জিজ্ঞাসাবাদ করে রহস্য উদ্ঘাটন করা প্রয়োজন। তবে মানসিক অবস্থা ঠিক না হলে মুক্তিকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না। এ কারণে অপেক্ষা করতে হবে বলে জানান তদন্ত সংশ্লিষ্টরা।

উল্লেখ্য- গত সোমবার রাতে উত্তরখানের মাস্টারপাড়া সোসাইটি রোডের ৮৫৯ নম্বর বাড়ির চারতলার একটি ফ্ল্যাটে দেড় বছরের শিশু নেহালের লাশ উদ্ধার করে পুলিশ। এসময় মা মুক্তিকেও গলায় জখম অবস্থায় উদ্ধার করা হয়।

মুক্তির স্বামী ও তার স্বজনরা অভিযোগ করছেন- সন্দেহ থেকে চরম দাম্পত্য কলহের কারণে মুক্তি নিজে তার সন্তানকে হত্যা করেছেন। এরপর তিনিও আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশ কর্মকর্তারাও একই রকমের আলামত পেয়েছেন বলে দাবি করছেন।

এ ঘটনায় মঙ্গলবার রাতে মুক্তির স্বামী সৈয়দ সাজ্জাদ হোসেন মুরাদ বাদী হয়ে উত্তরখান থানায় হত্যা মামলা করেন। মামলায় মুক্তিকে একমাত্র আসামি করা হয়েছে। পুলিশ বাদী হয়ে আত্মহত্যা চেষ্টার ঘটনায় আরেকটি মামলা করে। তবে এখনো মুক্তির স্বীকারোক্তি মেলেনি। বরং তিনি বলছেন- সোমবারের কোনো ঘটনাই তার মনে নেই।

উত্তরখান থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বলেন- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ প্রহরায় মুক্তির চিকিৎসা চলছে। সুস্থ হওয়ার পর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে এ ঘটনায় আর কেউ জড়িত থাকার তথ্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com