সিলেট ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০১৬
বিনোদন ডেস্ক :: মেয়ের মতিগতি না কি ঠিক নেই! আর তার জন্য দায়ী মেয়ের সৎ মা কারিনা। এমনটাই নাকি দাবি করেছেন সাইফ আলি খানের প্রাক্তন স্ত্রী অমৃতা সিংয়ের। সম্প্রতি কারিনার জন্মদিনে মেয়ের খোলামেলা পোশাক যখন মিডিয়ায় আলোড়ন তৈরি করেছিল, তখনও গোটা বিষয়টিকে ভাল ভাবে মেনে নেননি তিনি।
পরিচিতদের কাছে নাকি অমৃতা বলেছেন, মেয়ের বখে যাওয়ার পিছনে রয়েছে বেবোর হাত। এতেই নাকি থেমে নেই সবটা! মেয়েকে বলিউডে ছবি করতে দিতেও আপত্তি জানাচ্ছেন অমৃতা৷
কানাঘুষা শোনা যাচ্ছে, স্বামী, মেয়ে-সহ গোটা পরিবারই একপ্রকার হাতছাড়া হয়ে যাওয়ায় বেশ বিরক্তই হয়েছেন অভিনেত্রী৷ আগে তাও মেয়ে সারার সঙ্গে তার সম্পর্ক সুন্দর ছিল। কিন্তু সাইফের সঙ্গে কারিনার বিয়ের পর থেকেই মা ও মেয়ের মধ্যে দূরত্ব তৈরি হতে শুরু করে। সেই সঙ্গে সারার ঘনিষ্ঠতা বাড়তে থাকে বেবোর সঙ্গে।
বহু সাক্ষাৎকারে কারিনা জানিয়েছেন সারা তার বান্ধবীর মতো এবং তারা একসঙ্গে হ্যাংআউট করেন। কারিনা এবং সারার এই কেমিস্ট্রি দেখেই বেজায় চটেছেন প্রাক্তন সাইফ-পত্নী।
আপাতত তাই মেয়েকে বখে যাওয়ার হাত থেকে বাঁচাতে উঠে-পড়ে লেগেছেন অমৃতা! সারাকে বলিউডে কাজ করতে না দেওয়ার জন্য তার ছবির অফারও ফিরিয়ে দিচ্ছেন একের পর এক। প্রথমে ‘স্টুডেন্টস অফ দ্য ইয়ার’ ছবির সিক্যুয়েলের জন্য টাইগার শ্রফের বিপরীতে সারাকে অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন পরিচালক করণ জোহর। কিন্তু সেই অফার মায়ের না-পসন্দ হওয়ায় প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সারা।
পাশাপাশি, বিখ্যাত হলিউড ছবি ‘ফল্ট ইন আওয়ার স্টারস’-এর বলি রিমেকেও কাজ করার কথা ছিল সারার। কিন্তু শোনা যাচ্ছে সেই ছবিতেও কাজ করবে না বলে জানিয়ে দিয়েছেন সাইফ কন্যা।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি