দিনাজপুরে রাসমেলায় ককটেল বিস্ফোরণে কমপক্ষে ছয়জন আহত

প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৫

দিনাজপুরে রাসমেলায় ককটেল বিস্ফোরণে কমপক্ষে ছয়জন আহত

rasmela

 

সুরমা মেইলঃ শনিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।জেলার কাহারোল উপজেলায় কান্তজিউ রাসমেলায় ককটেল বিস্ফোরণে কমপক্ষে ছয়জন আহত হয়েছে। আহতদের গুরুতর অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ।
জেলা পুলিশ সুপার মো. রুহুল আমিন জানান, কান্তজিউ রাসমেলায় যাত্রামঞ্চে দুবৃর্ত্তরা পরপর তিনটি ককটেল ছুঁড়ে মারে। এতে ছয় ব্যক্তি আহত হন। তাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. নাহিদ জানান, আহতদের পায়ের বিভিন্ন স্থানে ককটেলের স্লিন্টার বিদ্ধ হয়েছে।

পুলিশের উপস্থিতিতেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদশীরা জানান। পরে পুলিশ মেলা চত্বর থেকে সন্দেহভাজন তিনজনকে আটক করে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com