দিপীকাকে নিয়ে গর্বিত রণবীর!

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৫

দিপীকাকে নিয়ে গর্বিত রণবীর!
ran
সুরমা মেইলঃ প্রেমিকা দিপীকা পাড়ুকোনকে নিয়ে রণবীর সিং এর উচ্ছ্বাসের শেষ নেই যেন। কিছুদিন আগে ভক্তদের উপস্থিতিতেই বললেন দিপীকার জন্য তিনি আজীবন অপেক্ষা করতে পারবেন। আজ আবার টুইটারে বললেন দিপীকাকে নিয়ে তিনি গর্বিত। মনে হচ্ছে পুরোপুরি দিপীকাসক্ত হয়ে পড়েছেন রণবীর!
জীবনের অনেকটা সময় হতাশার সঙ্গে যুদ্ধ করেছেন দিপীকা। তাই হতাশ মানুষের সমব্যাথী হয়ে তাদের সহযোগিতার জন্য ‘লাইভ লাফ লাভ’ নামের একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি। আর এ জন্যই দিপীকাকে নিয়ে গর্ব হচ্ছে রণবীরের।
১১ অক্টোবর এক টুইটার পোস্টে রণবীর লেখেন, আই অ্যাম সো প্রাউড অফ ইউ! @ দিপীকাপাড়ুকোন # ‘লাইভ লাফ লাভ’ ফাউন্ডেশন।
ক্যারিয়ারের প্রথম ছবি ‘ওম শান্তি ওম’ থেকেই আর পেছনে ফিরে তাকাতে হয়নি দিপীকাকে। নিজের মেধা ও পরিশ্রম দিয়ে তিনি দাঁড়িয়েছেন বলিউড নায়িকাদের প্রথম সারিতে। দিপীকার এই অর্জন কম নয়। প্রেমিক রণবীরও তাই একপ্রাণ হয়ে উপভোগ করছেন এ অভিনেত্রীর সাফল্যকে।

 

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com