সুরমা মেইল : বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। যিনি তার অভিনয় দক্ষতা দিয়ে জয় করে নিয়েছেন দর্শকদের মন। বেশ কিছুদিন হলো তিনি রয়েছেন মিডিয়া জগৎ থেকে বেশ দূরে। তবে দীর্ঘ আড়াই বছর পর বিজ্ঞাপনের মডেল হলেন চিত্রনায়িকা পূর্ণিমা। আগামী মাস থেকে তাকে ক্রোকারিজের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা যাবে।এ বিষয়ে পূর্ণিমা বলেন, প্রায় আড়াই বছর পর আবার বিজ্ঞাপনে কাজ করছি। কাজটি কিছু দিন আগেই শেষ করলাম। এটির নির্মাতা আকাশ।