দুইশ কেজি গাঁজাসহ ট্রাক চালক আটক

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, মে ২৪, ২০১৬

দুইশ কেজি গাঁজাসহ ট্রাক চালক আটক
images
সুরমা মেইল নিউজ : কুমিল্লার দেবিদ্বারের সংচাইল এলাকায় ২শ’ কেজি গাঁজাসহ এক ট্রাক চালককে আটক করেছে পুলিশ। গাঁজা পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।

আটক আবুল হাসান ইসমাইলকে (২৬) নোয়াখালী জেলার সেনাবাগ উপজেলার আটিয়াবাড়ি গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে।

কুমিল্লার মিরপুর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে টহল পুলিশের একটি দল অভিযান চালিয়ে ট্রাকটি আটক করে। পরে তল্লাশি চালিয়ে ট্রাকে থাকা দুইশ কেজি গাঁজাসহ ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে ট্রাক চালক ইসমাইলকে আটক করা হয়েছে। তবে হেলপার পালিয়ে গেছে।

আটকের বিরুদ্ধে দেবিদ্বার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com