সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৫
সুরমা মেইলঃ চীনের একটি গুহায় গিরগিটি সদৃশ দৈত্যাকৃতির এক উভচর প্রাণির সন্ধান মিলেছে। দুর্লভ এ প্রাণিটির বয়স আনুমানিক ২০০ বছর বলে ইন্ডিয়া টিভির রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
এই উভচর প্রাণিটি ৪.৫ ফুট লম্বা। ওজন ১১৪ পাউন্ডেরও বেশি! অবিশ্বাস্য হলেও সত্যি যে, জলে ও স্থলে বাস করা প্রাণিদের মধ্যে এটাই পৃথিবীর সবচেয়ে বড় প্রাণি। এই ধরনের বিশাল আকৃতির উভচর প্রাণি এখনকার দিনে খুবই বিরল।
দক্ষিণ চীনের চংকুইং জেলার এক গুহায় দৈত্যাকৃতির এ গিরগিটি প্রথম দেখতে পান ওয়াং ইয়ং নামের এক চীনা জেলে। কর্দমাক্ত ও অসম্ভব নরম বিশাল এ প্রাণিটি দেখে প্রথমে আঁতকে ওঠেন ওয়াং ইয়ং। তৎক্ষণাৎ তিনি নিজ এলাকার বন বিশেষজ্ঞদের খবর দেন।
বিশেষজ্ঞরা প্রাণিটিকে ধরে পরীক্ষা-নীরিক্ষা করে বুঝতে পারেন যে, সে অসুস্থ। তাই শিগগিরই তাকে আবার প্রকৃতির মাঝে ছেড়ে দেয়া হবে বলে জানান তারা।
দৈত্যাকৃতির এ উভচর প্রাণিটি চীনাদের কাছে ‘উয়া উয়া য়ু’ বা ‘বেবি ফিশ’ হিসেবেও পরিচিত। কারণ এর গলার শব্দ একেবারেই বাচ্চাদের মতো।
Design and developed by ওয়েব হোম বিডি