দুই চালকের ঝগড়ার জেরে সিলেটে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫

দুই চালকের ঝগড়ার জেরে সিলেটে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫

বিশ্বনাথ প্রতিনিধি :
সিলেটে সিএনজিচালিত অটোরিকশার দুই চালকের ঝগড়ার জেরে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় দক্ষিণ সুরমা ও বিশ্বনাথ উপজেলার দুই গ্রামের সংঘর্ষের ঘটনা ঘটে।

 

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ব্রিজে গাড়ি ওঠানো নিয়ে দক্ষিণ সুরমার ভালকি গ্রামের অটোরিকশাচালক ও বিশ্বানাথের টেংরা গ্রামের অটোরিকশাচালকের মাঝে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে দুই গ্রামের বাসিন্দারা মঙ্গলবার বিকেলে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দুপক্ষের লোকজনের হাতেই দেশীয় অস্ত্র দেখা যায় এবং সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন।

 

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, দুই অটোচালকের ঝগড়ার জেরে ভালকি ও টেংরা গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। আহত হয়েছেন ২৫ জন।

 

(সুরমামেইল/এনআই)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com