দুই বিমান কর্মকর্তার ৭ দিনের রিমান্ড

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৬

সুরমা মেইল ডেস্ক :: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনার মামলায় আত্মসমর্পণ করা বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মকর্তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।

বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাকির হোসেন টিপু তাদের এই রিমান্ড মঞ্জুর করেন।

১০ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত ৭ দিন মঞ্জুর করেছেন।

তারা হলেন, জুনিয়র টেকনিশিয়ান মো. সিদ্দিকুর রহমান ও প্রকৌশলী কর্মকর্তা এস এম রোকনুজ্জামান। এর আগে, গত ২২ ডিসেম্বর তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। যা নামঞ্জুর করে জেলে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com