দুই বোন ধর্ষণ, বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৬

দুই বোন ধর্ষণ, বিচারের দাবিতে মানববন্ধন

image_165983_0সুরমা মেইল ডেস্ক :: ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের স্কুল পড়–য়া দুই বোন ধর্ষণ মামলায় গ্রেফতারকৃত চার আসামির দৃষ্টান্তমূলক শাস্তি ও বাকি আসামিকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চরভদ্রাসন সরকারী কলেজের ছাত্র-ছাত্রীরা।

মঙ্গলবার সকালে চরভদ্রাসন সরকারি কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে ৩০ মিনিট স্থায়ী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন কর্মসূচীতে কলেজের অধ্যক্ষ শিলা রানী মন্ডলসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল উক্ত এলাকার পাঁচ বখাটে দুই স্কুল ছাত্রীকে রাস্তা থেকে ধরে পাশের এক ভুট্টা ক্ষেতে নিয়ে গণধর্ষণ করে এবং মোবাইলে সে চিত্র ভিডিও করে রাখে। পরে ধর্ষণের ভিডিও চিত্র  ইন্টারনেটে ছেড়ে দেয়। ঐ ঘটনায় ৫ জনকে আসামি করে ছাত্রীর স্বজনরা মামলা করে।

মামলার পর আসামিরা দীর্ঘদিন পলাতক থাকার পর চার আসামি উজ্জল খান (২৫), ইলিয়াস বেপারী (২০), সিরাজ শেখ (২৫) ও শফি মোল্যা (২৫) আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদেরকে জেল হাজতে পাঠায়। মামলার অপর আসামি শুকুর আলী সিকদার (২৬) এখনো পলাতক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com