সিলেট ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৫
নবীগঞ্জ জনতার বাজার টু আথানগিরি সড়কের দৃশ্য।
নবীগঞ্জ প্রতিনিধি :
‘সড়ক নয়তো যেন কোনো এক খাল। বৃষ্টি হলেই হাটু পানি জমে এ সড়কে, গাড়ি চলার উপায় নাই। এখানে মাছ চাষ করা যাবে’ কথাগুলো বলে ক্ষোভ প্রকাশ করেন সিএনজিচালিত অটোরিকশা চালক হেলাল মিয়া।
ঢাকা-সিলেট মহাসড়কের সাথে সংযুক্ত নবীগঞ্জের জনতার বাজার টু কাগাবলা আথানগিরি ভায়া মৌলভীবাজার সড়কের নবীগঞ্জ অংশের বেহালদশা। নবীগঞ্জ উপজেলার গজনাইপুর থেকে আথানগিরি পর্যন্ত রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে। বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, একটু বৃষ্টি হলেই পানি জমে নদীতে পরিণত হয়। মনে হয় এটা কোন ছোট নদীর মতো। ফলে দুটি জেলার সংযোগ সড়কের জন্য কয়েক লাখ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ হাজার হাজার মানুষদের। সড়কটি যেন এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।

অভিযোগ রয়েছে, উক্ত সড়ক নির্মাণ কাজে বিগত আওয়ামীলীগ সরকারের আমলে নিম্নমানের মালামাল ব্যবহার করায় সড়কের অনেকস্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যানচলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। এতে প্রায়ই উক্ত সড়কে যানবাহন ও পথচারীরা দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। সড়কের দুরাবস্থা দেখার যেন কেউ নেই..!
সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হয়ে বেহাল দশা বিরাজ করছে। একটু বৃষ্টি হলে পানি জমে গর্তগুলোতে কাদা, নর্দমায় একাকার হয়ে সড়কটি পুকুরে পরিনত হয়!
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলা থেকে মৌলভীবাজার জেলা সদরে সাথে যোগাযোগের একমাত্র বাইপাস সড়ক হিসেবে ওই সড়কই এক সময় বেশি চলাচল করতো দুটি জেলার মানুষ। এমনকি মৌলভীবাজারের সীমান্ত এলাকা কাগাবলা আথানগীরি ও নবীগঞ্জের শতক, তারালিয়া, লামরোহ, মাহমদপুর, গজনাইপুরসহ ১০/১৫টি গ্রামের প্রায় হাজার হাজার মানুষের চলাচলের জন্য একমাত্র ভরসা এই সড়কটি।

এর মধ্যে উল্লেখিত গ্রামগুলো থেকে প্রায় ৩/৪ হাজার শিক্ষার্থী প্রতিদিন নবীগঞ্জ দিনারপুর উচ্চ বিদ্যালয় ও দিনারপুর কলেজ, পানিউমদা রাগিব রাবিয়া স্কুল এন্ড কলেজ, নিারপুর মাদ্রাসায় যাওয়া আসা করেন।
আব্দুর রশিদ নামে এক মুরব্বি বলেন, বিগত ৩/৪ বছর যাবৎ সড়কের বেশীর ভাগ অংশে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচলে মারাত্মক অসুবিধার সৃষ্টি হচ্ছে। সেই সাথে বিপাকে পড়েছেন স্কুল কলেজে পড়‚য়া ছাত্র-ছাত্রীরা। গর্তগুলোতে বৃষ্টির পানি জমে যেন পুকুরে পরিনত হয়ে যায়। সড়কটি খানাখন্দের কারনে সড়কে দুর্ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে অনেক প্রাণহানীসহ পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে সাধারণ মানুষদেরকে। এছাড়া সড়কে দ্রæতগামী যানবাহনগুলো সড়কের ভাঙ্গার কারনে একটি অপরটিকে ওভারট্যাক করতে বেকায়দায় পড়তে হচ্ছে। এর জন্য ওই সড়কে যানচলাচল আগের তুলনায় অনেকটা কমে গেছে।
দিনারপুর কলেজের একাদশ শেণ্রীর ছাত্রী ফারিয়া জান্নাত মনি জানায়, আমরা শতক থেকে প্রায় ২/৩ কিঃমিঃ জায়গা পায়ে হেঠে কলেজে যাই। কারণ আমারে চলাচলের প্রধান এই সড়কের এমন অবস্থা হয়েছে যে যেখানে যেতে ২০/৩০ মিনিটে কলেজে পৌছার কথা সেখানে লেগে যায় ১ ঘন্টারও বেশি সময় লাগে। সড়কের দশা বেহাল হওয়ায় আগের মতো এক গাড়ী পাওয়া যায়না তাই অপেক্ষা করে সময় নষ্ট না করে আমরা পায়ে হেটেই কলেজে যাচ্ছি। হেটে গিয়ে অনেকটা কান্ত হয়ে যাই যার কারনে ক্লাসে তেমন মনযোগ থাকেনা। বিশেষ করে চরম বিপাকে পড়তে হয় পরিক্ষার সময় কারণ পরিক্ষার নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়া অনেক কষ্টসাধ্য। তাই যতাযত প্রদক্ষেপ গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।
স্কুলে যাতায়াতের প্রধান সমস্যা কি এ প্রসঙ্গে জানতে চাইলে দিনারপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ফাতেমা আক্তার জানায়, ভাই কি আর বলবো স্কুলে যাওয়ার ম‚ল সমস্যা এই সড়কটি। সড়কের অবস্থা এত খারাপ হওয়ায় প্রতিদিন স্কুলে যেতে মন চায়না। এর মধ্যে এখন প্রতিদিনই বৃষ্টি হয়, সামান্য বৃষ্টি হলেই আমাদের সমস্যায় পড়তে হয়। কারন রাস্তায় অনেক বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে গর্তের মধ্যে ময়লা জমে থাকে আর এই ময়লা বৃষ্টির পানি পেলে ভাগাড় হয়ে যায়। ফলে ভাল জামা পড়ে গেলে আর জামা ভাল থাকে রাস্তায় কাদায় নোংড়া হয়ে যায়। তাই সড়কটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানাচ্ছি।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী প্রকৌশলী মীর সাব্বির আহমদ বলেন, কয়েক বছর ধরে সড়কটির বেহালদশা আমারা পলিলক্ষিত করলেও বরাদ্ধ না পাওয়ার কারনে সংস্কার করা সম্ভব হচ্ছে না। এই বছরে সড়কটি মেরামত করা সম্ভব হবে না , আমরা লিখিত ভাবে ঢাকায় জানিয়েছি এখনও কোন উত্তর পাইনি। তবে গুরুত্বপুর্ন সড়কটির জন্য মানুষের দুর্ভোগ চরম আকার ধারন করেছে কিন্তু বরাদ্দ এর অবাবে করতে পারছি না।
(সুরমামেইল/এমএএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি