দুটি রানের কষ্টে রাতে খাওয়া হলোনা মাশরাফিদের

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৬

দুটি রানের কষ্টে রাতে খাওয়া হলোনা মাশরাফিদের

Manual6 Ad Code

images (1)

স্পোর্টস ডেস্ক : মাত্র দুটি রান করলেই টি-২০ বিশ্বকাপে ভারতকে হারানোর উৎসবে মেতে উঠতে পারত পুরো বাংলাদেশ। কিন্তু টানা তিন বলে তিনটি উইকেট হারিয়ে অবিশ্বাস্য এক হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল মাশরাফিদের। হতাশায় মুষড়ে পড়েছিল বাংলাদেশের ক্রিকেটপাগল মানুষ। জয় প্রায় নিশ্চিত করে ফেলেও শেষপর্যন্ত হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ার কষ্টটা ঘিরে ধরেছিল ক্রিকেটারদেরও। ভারতের বিপক্ষে সেই ম্যাচে হারের পর রাতে কেউ খাবারও খাননি বলে জানিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টি-২০ বিশ্বকাপ শেষে ছুটি কাটানোর জন্য মাশরাফি এখন আছেন ভারতের কাশ্মীরে। সেখানে গিয়ে তিনি পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। বেড়াতে বেড়াতে হঠাৎ এক মাঠে ক্রিকেট খেলা হচ্ছে দেখে মাশরাফিও যোগ দিয়েছিলেন তাদের সঙ্গে। সবার অনুরোধে কয়েকটি বলও করেছেন বাংলাদেশের এই পেসার। কাশ্মীরের মানুষও যে বাংলাদেশের ক্রিকেটের ভক্ত, তা জেনে হয়তো গর্বিতও হয়েছেন মাশরাফি। কিন্তু ভারতের বিপক্ষে এক রানে হারের সেই দুঃসহ স্মৃতিও আবার নতুন করে মনে করতে হয়েছে বাংলাদেশের অধিনায়ককে। কাশ্মীরের স্থানীয় এক কিশোর সেই ম্যাচ সম্পর্কে একটি প্রশ্ন করায় মাশরাফি বলেছেন- হেরে যাওয়ার পর আমরা খুবই হতাশ হয়েছিলাম। সেই রাতে আমাদের কেউই কিছু খায়নি। কোনো ম্যাচে হারাটাও খেলার একটা অংশ। কিন্তু আমরা সেই ম্যাচটা কোনোভাবেই হারতে চাইনি।

Manual2 Ad Code

উল্লেখ্য- গত ২৩ মার্চ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে শুরুতে বোলিং করে ভারতকে ১৪৬ রানের মধ্যেই আটকে রেখেছিল বাংলাদেশ। ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জয় প্রায় নিশ্চিতই করে ফেলেছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। শেষ তিন বলে প্রয়োজন ছিল মাত্র দুই রান। কিন্তু এই তিন বলে তিনটি উইকেট হারিয়ে এক রানের আক্ষেপভরা হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল বাংলাদেশকে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code