দুদকের কাছে সময় চাইলেন সিলেটের ডিসিসহ ৩ কর্মকর্তা

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৬

দুদকের কাছে সময় চাইলেন সিলেটের ডিসিসহ ৩ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক  :: সম্পদের হিসাব দাখিলের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর কাছে এক মাস সময় চেয়েছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি-সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী ও সহকারি কমিশনার (এনডিসি-নেজারত) তানভীর আল নাসীফ।

রোববারের মধ্যে তাদের সম্পদের হিসাবসহ বিভিন্ন তথ্য দুদকের কাছে দাখিলের কথা ছিল। তবে তারা এক মাস সময় চেয়ে আবেদন করেছেন। আবেদনে সময় বাড়ানোর কারণ হিসেবে বলা হয়েছে, এনডিসি দেশের বাইরে থাকায় তথ্য প্রদানে বিলম্ব হবে।

দুদক সিলেট কার্যালয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত ও পারিবারিক সম্পদ বিবরণীর পাশাপাশি জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের কাছে চারটি সুনির্দিষ্ট বিষয়ে তথ্য চেয়ে নোটিশ দেওয়া হয়েছিল। এর মধ্যে বিগত ২০১৪-১৫ এবং ২০১৫-১৬ অর্থ বছরে সিলেট জেলা প্রশাসকের আওতাধীন ইজারাকৃত জলমহাল, পাথরকোয়ারি, বালুমহাল এবং হাটবাজার, এল.আর. ফান্ডের আয় ব্যয়ের বিবরণী, সার্কিট হাউজের আয়-ব্যয়ের হিসাব এবং পরিবহন পুলে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ও ব্যয়ের বিবরণী দাখিলের কথা বলা হয়েছিল।

উল্লেখ্য, সিলেট নগরীর উপশহর এলাকার মুজিবুর রহমান নামক এক ব্যক্তি সিলেটের ডিসি, এডিসি ও এনডিসির বিরুদ্ধে দুদকে অভিযোগ দাখিল করেন। অভিযোগে বলা হয়, অভিযুক্ত তিনজন হাটবাজার, পাথর কোয়ারি, জলমহাল ইজারা দেওয়ার নামে অবৈধ সম্পদ অর্জন, এলআর ফান্ড ও সিলেট সার্কিট হাউজের টাকা লুটপাট করেছেন।

ওই অভিযোগের ভিত্তিতে গত ১১ ডিসেম্বর সম্পদের তথ্য চেয়ে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি-সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী ও সহকারি কমিশনার (এনডিসি-নেজারত) তানভীর আল নাসীফকে নোটিশ পাঠায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। নোটিশে ১৮ ডিসেম্বরের মধ্যে তাদেরকে দুদকের নিকট নিজেদের সম্পদের হিসাব জমা দেওয়ার জন্য বলা হয়।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com