দুর্গাপূজা বাঙালী জাঁতির সার্বজনীন উৎসব

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০১৬

দুর্গাপূজা বাঙালী জাঁতির সার্বজনীন উৎসব

দেশসহ বিশ্ববাসীর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে শ্রী শ্রী মহাশক্তি মন্দিরে দুর্গা দেবীর কাছে প্রার্থনা করছেন সাংবাদিক সুনির্মল সেন।

সুরমা মেইল নিউজ :: ষষ্টিপূজার মধ্যদিয়ে আদ্যাশক্তি মহামায়া, অসুর নাশীনি মা-দুর্গার কাছে আরাধনায় পূজারীগণ গতকাল (০৭ অক্টোবর) শুক্রবার চরম ব্যাস্ত দিন কাটিয়েছেন।

দেবী দুর্গতিনাশীনি মা দশভূজার বোধনের মধ্যদিয়েই শুক্রবার আনুষ্ঠানিকতা শুরু হয়।

ঢাক-ঢোল, কাসারঘন্ডা, শঙ্খ ধ্বনী, উলু ধ্বনীতে মুখরিত এখন বৃহত্তর সিলেটের সকল পূজামন্ডপ। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্যদিয়ে শুরু হয়েছে সনাতন হিন্দু বাঙালীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

গতবছরের তুলনায় এবার পূজার ব্যায় বেশী হলেও আয়োজন করতে পিছিয়ে নেই সনাতন বাঙালী হিন্দুরা। বছরঘুরে দেবীর আগমনী বার্তায় উৎসবের আমেজ এখন সকল বাঙালীদের ঘরে ঘরে চলছে। শুক্রবার মহালয়ার মধ্যদিয়ে দেবী ভগবতীর আগমন বার্তা শুরু হয়। শ্রীচন্ডি পঞ্জিকা মতে জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গার মর্তলোকে আগমন।

ভগবতী মা-দুর্গা এবার ঘোড়ায় চড়ে মর্ত্যলোকে এসেছেন। আবার তিনি মহাদশমী পূজার সমাপনীর পর ঘোড়ায় চড়ে স্বর্গলোকে ফিরে যাবেন।

সিলেটের বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখা গেছে, এবার ব্যাপক জাক-জমকপূর্ণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্টিত হচ্ছে। এখনো পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

পুলিশ-র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সদা-সজাগ রয়েছেন। সারা সিলেটের প্রতিটি মন্ডপে তারা নিরাপত্তা রক্ষায় ব্যাস্ত দিন পার করছেন।

শুক্রবার সায়ংকালে দেবীর বোধন ও মহাষষ্টিপূজা সম্পন্ন হয়। আজ শনিবার নবপত্রিকার প্রবেশ, সপ্তমী ও মহাসপ্তমী বিহিতপূজা অনুষ্টিত হচ্ছে। আগামী কাল রোববার মহাঅষ্টমী বিহিতপূজা, সোমবার মহানবমী বিহিতপূজা, মঙ্গলবার মহাদশমী বিহিতপূজা এবং বুধবার বিজয়া দশমী’র মধ্যদিয়ে সনাতন হিন্দু বাঙালীদের শারদীয় উৎসব দুর্গাপূজা সমাপ্তি ঘটবে।

শারদীয় দুর্গপূজা বাঙালী জাঁতির সার্বজনীন উৎসব। এটি শুধু সনাতন ধর্মাবলম্ভী হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়। সকল জাঁতির, সকল কালের মানবের অসাম্প্রদায়িক উৎসব হচ্ছে দুর্গোৎসব। যুগের পর যুগ ধরে এরই ধারাবাহিকতায় চলে আসছে এই উৎসব। জাতি, ধর্ম, গোত্র নির্বিশেষে ঐতিহ্যের বাহক এই অনুষ্টান।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com