দুর্গা উৎসব শুরু : মহাসপ্তমী আজ

প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, অক্টোবর ৮, ২০১৬

দুর্গা উৎসব শুরু : মহাসপ্তমী আজ

mohasoptomi1475898323সুরমা মেইল ডেস্ক :: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটের মণ্ডপগুলোতে চলছে দুর্গোৎসব। ধর্মীয় মতে, আজ সকালে দেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মাধ্যমে মহাসপ্তমী পূজা হবে। অসুর নিধন করে দুর্গা শুভবুদ্ধির পথ দেখান। তাঁর রাতুলচরণে ভক্তরা দেবে অঞ্জলি। মণ্ডপগুলোতে থাকবে অঞ্জলি, প্রসাদ বিতরণ ও ভোগ-আরতি।

এদিকে, গতকাল শুক্রবার সিলেটসহ বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা যায়, দুর্গোৎসবকে ঘিরে চলছে চারদিকে আনন্দ। দৃষ্টিনন্দিত সাজে সাজানো হয়েছে মণ্ডপগুলো। বাহারি আলো নেচে উঠছে ছন্দে ছন্দে। প্রার্থনা ও দেবী দর্শনের জন্য দিনভর এসেছে ভক্তরা। পূজামণ্ডপ ঘিরে ছিল নিরাপত্তাব্যবস্থা।

আগামীকাল রবিবার মহাষ্টমী পূজার পর হবে কুমারীপূজা। সোমবার হবে মহানবমী। মঙ্গলবার সকালে দশমী বিহিতপূজা ও দর্পণ বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব। দেবী ফিরে যাবেন মঙ্গলবার।

জানা গেছে, আগামী মঙ্গলবার বিকেল ৪টায় হবে বিজয়া শোভাযাত্রা। সিলেটের সুরমানদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। বিকেল ৪টার মধ্যে সব মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে শোভাযাত্রায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে মহানগর সর্বজনীন পূজা কমিটি।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com