দুর্গোৎসবের শেষ দিন : আজ প্রতিমা বিসর্জন

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৬

দুর্গোৎসবের শেষ দিন : আজ প্রতিমা বিসর্জন

choitali-chobi-1সুরমা মেইল নিউজ :: সনাতন হিন্দু ধর্মাবলম্ভীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ মঙ্গলবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সার্বিক অনুষ্টানের সমাপ্তি ঘটতে যাচ্ছে।

এবার বাংলাদেশে ২৯ হাজার ৩৯৫টি স্থায়ী ও অস্থায়ী মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো বড় ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্যদিয়ে শারদ উৎসব পালিত হয়েছে। এবার গত বছরের তুলনায় ৩২৪টিরও বেশি মন্ডপে দুর্গাপূজা হয়।

সিলেট বিভাগে প্রায় আড়াই হাজার পূজা মণ্ডপে এবার দুর্গোৎসবের আয়োজন করা হয় যার মধ্যে সিলেট জেলায় ৫৮৩ এবং সিলেট মহানগর এলাকায় ৬৩টি মণ্ডপ রয়েছে।

গত বছর ২৯ হাজার ৭১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছিলো। ঢাকায় ২২৯টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে।

বিশুদ্ধ পঞ্জিকামতে জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার ঘোড়ায় চড়ে পৃথিবীতে এসেছেন। আর দেবী পৃথিবী থেকে স্বর্গলোকে বিদায় নেবেন ঘোড়ায় চড়ে। বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি পালিত হচ্ছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ও জাতীয় দৈনিকগুলো এই দিন উপলক্ষে বিশেষ আয়োজন করেছে।

বিজয়া দশমীয় কর্মসূচির মধ্যে ছিলো, পূজা আরম্ভ সকাল ৮টা ৫২ মিনিটে এবং পূজা সমাপণ ও দর্পণ বিসর্জন সকাল ৯টা ৪৯ মিনিটে। সকাল ১১টায় বিজয়া দশমীর বিহিত পূজা।

এরপর বিকাল থেকে শুরু হবে বিসর্জনের প্রস্তুতি। রাত ৯টা অবধি প্রতিমা বিসর্জন কর্মসূচি রয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পালের দেয়া তথ্য অনুযায়ী , এবার ঢাকা বিভাগে ছয় হাজার ৩৯৩টি, বরিশাল বিভাগে এক হাজার ৬০১টি, রাজশাহীতে তিন হাজার ৩১৫টি, খুলনায় চার হাজার ৬৩২টি, ময়মনসিংহে এক হাজার ৮৫৪টি, চট্টগ্রাম বিভাগে চার হাজার ১৫০টি, রংপুর বিভাগে পাঁচ হাজার ১০টি, সিলেটে দুই হাজার ৪৪০টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

প্রসঙ্গত, গত শুক্রবার (৭ অক্টোবর) মহাষষ্ঠী বিহিতপূজার মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের পাঁচ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে নেয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। তেমন কোন আইন-শৃঙ্খলা জনিত সমস্যা ছাড়াই এবার এই উৎসব সম্পন্ন হতে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com