দুর্ঘটনা রোধে আইনের ব্যবহার ও প্রয়োগ হচ্ছে না: সুরঞ্জিত

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৬

দুর্ঘটনা রোধে আইনের ব্যবহার ও প্রয়োগ হচ্ছে না: সুরঞ্জিত
Suronjeet
সুরমা মেইল নিউজ : সাম্প্রতিক সময়ে কয়েকটি সড়ক দুর্ঘটনায় উদ্বেগ জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলের মৃত্যুর একদিন পর আজ রোববার রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি এই উদ্বেগের কথা জানান।
তিনি আরো বলেন, বছরে ৬ হাজারের উপরে লোক দুর্ঘটনায় মারা যাওয়া মোটেও গ্রহণযোগ্য নয়।
এক বঙ্গবন্ধু সেতুর কাছেই ৭জন মারা যাওয়ায় দেশবাসী উদ্বিগ্ন, সাথে আমরাও উদ্বিগ্ন। রাজপথের যাত্রা নির্বিঘœ করতে হবে।
দুর্ঘটনা রোধে আইনের ব্যবহার ও প্রয়োগ হচ্ছে না দাবি করে সাবেক এই মন্ত্রী বলেন, “অজুহাত না দিয়ে আইনের প্রয়োগ করতে হবে।
বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনায় মন্ত্রীপুত্রের মৃত্যুর দিনই ‘যাত্রী কল্যাণ সমিতি’ এক পরিসংখ্যান প্রকাশ করে যাতে বলা হয়, ২০১৫ সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় সাড়ে ৮ হাজার জন মারা গেছেন।
আজ রোববার এই নেতার উদ্বেগ প্রকাশের মধ্যেই রাজশাহীতে বাসচাপায় প্রাণ হারান বিএনপির সাবেক সংসদ সদস্য জাহান পান্নার স্বামী।
সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com