দুর্নীতিবিরোধী বিক্ষোভ, বিরোধীদলীয় নেতাসহ কয়েকশ’ গ্রেপ্তার

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৭

দুর্নীতিবিরোধী বিক্ষোভ, বিরোধীদলীয় নেতাসহ কয়েকশ’ গ্রেপ্তার

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: রাশিয়ার মস্কোতে বিরোধীদল প্রগ্রেস পার্টি’র দুর্নীতিবিরোধী এক বিক্ষোভ থেকে নেতা অ্যালেক্সেই নাভালনিসহ আরো কয়েকশ’ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রবিবার রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেন হাজারো বিক্ষোভকারী।

Manual7 Ad Code

ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, এ ঘটনায় সারাদেশ থেকে অন্তত ৫শ’ জনকে আটক করা হয়েছে। দেশটির পুলিশের দাবি, সরকারী অনুমতি ছাড়া এই ধরণের বিক্ষোভ রাশিয়াতে অবৈধ।
রবিবারের বিক্ষোভে অংশ নেওয়া বিক্ষোভকারীরা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও পতন কামনা করেন। বিক্ষোভকালে মস্কোর রাজপথে ‘পুতিনের পতন হোক’, ‘পুতিনমুক্ত রাশিয়া চাই’ প্রভৃতি স্লোগান দেন বিক্ষোভকারীরা।

Manual4 Ad Code

গ্রেপ্তারের পর টুইটারে দেওয়া এক পোস্টে আন্দোলন অব্যাহত রাখতে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানান অ্যালেক্সেই নাভালনি। এতে তিনি বলেন, ‘ভাইয়েরা, আমি ভালো আছি। আমাকে মুক্ত করতে আন্দোলনের প্রয়োজন নেই। আমাদের প্রধান উদ্দেশ্য দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া। মস্কোর রাজপথে অবস্থান করে আপনারা এই আন্দোলন চালিয়ে যান। ’

Manual1 Ad Code

রাশিয়ায় দুর্নীতিবিরোধী প্রচারণার জন্য বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি সুপরিচিত। ইতোপূর্বে এক মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার যোগ্যতা হারান। ফলে ২০১৮ সালে অনুষ্ঠিতব্য রাশিয়ার আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ হারিয়েছেন তিনি। সূত্র: বিবিসি

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code