দুর্নীতি মামলায় মায়ার সাজা বহাল

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৬

দুর্নীতি মামলায় মায়ার সাজা বহাল

image_152764_0

সুরমা মেইল নিউজ : দুর্নীতির মামলায় খালাসের রায় বাতিল করে আপিল বিভাগের দেয়া রায় পুনর্বিবেচনার জন্য (রিভিউ) মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার করা আবেদন খারিজ করেছেন দিয়েছেন আপিল বিভাগ। আপিল বিভাগের এ রায়ের ফলে এ মামলায় মায়াকে দেয়া বিচারকি আদালতের সাজার রায় বহাল থাকলো। গত বছরের ৩ আগষ্ট আপিল বিভাগের রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) দাখিল করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

জরুরি অবস্থা চলাকালে ২০০৭ সালের ১৩ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক নূরুল আলম সূত্রাপুর থানায় মায়ার বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন। এ মামলায় পরের বছর ১৪ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত দুটি ধারায় মায়াকে মোট ১৩ বছরের কারাদণ্ড দেন। একইসঙ্গে পাঁচ কোটি টাকা জরিমানা করা হয়। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন মায়া। আপিলের শুনানি শেষে ২০১০ সালের ২৭ অক্টোবর তাকে খালাস দেন। এর আগে হাইকোর্ট তাকে এ মামলায় জামিন মঞ্জুর করেন। ওই রায়ের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে গেলে গত ১৪ জুন আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে দেন। পাশাপাশি হাইকোর্টে দায়েরকৃত আপিল মামলাটি নতুন করে শুনানির নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com