দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় দেশে শিশু হত্যা ও অপহরণ বাড়ছে

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০১৬

দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় দেশে শিশু হত্যা ও অপহরণ বাড়ছে

index
সুরমা মেইল নিউজ : দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় শিশু হত্যা ও অপহরণ বাড়ছে সারাদেশে এসব ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটির চেয়ারম্যান অ্যাডভোকেট সিগমা হুদা বলেছেন, অপরাধীরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য ফুলের মতো নিষ্পাপ শিশুদের সহজ লক্ষ্যবস্ততে পরিণত করছে। এছাড়া জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় শিশু হত্যার ঘটনা বাড়ছে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিালক মোস্তফা সোহেল স্বাক্ষরিত এবং ফাতেমা ইয়াসমিনের পাঠানো বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। অ্যাডভোকেট সিগমা হুদা বলেন, শিশু নির্যাতন ও হত্যার মতো অপরাধ প্রতিরোধ করতে প্রয়োজন সামাজিক আন্দোলন। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সচেতনতাই পারে কেবল এই ধরনের সংকট থেকে উদ্ধার করতে। বিবৃতিতে তিনি সরকারকে শিশু নির্যাতন ও হত্যার বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে আরো শক্ত পদক্ষেপ নেবার আহ্বান জানান। এছাড়া শিশুদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক শিশু সনদের আদলে ২০১৩ সালে যে আইন প্রণয়ন করা হয়েছে তা যথাযথভাবে প্রয়োগের আহ্বান।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম ১৭ দিনেই হত্যাকান্ডের শিকার হয়েছে অন্তত ১৪ শিশু। গত মাসে এই সংখ্যা ছিল ২৯। আর গত দেড় মাসে হত্যা করা হয়েছে ৪৫ শিশুকে। দেশে একের পর এক এই শিশু হত্যার ঘটনা অতীতের যে কোনো সময়কে হার মানিয়েছে।

সংস্থা এর কারণ হিসেবে সামাজিক ও পারিবারিক অবক্ষয়, বেকারত্ব, অনৈতিক উচ্চাকাঙ্খক্ষা, আকাশ সংস্কৃতির নেতিবাচক প্রভাব, অনলাইন প্রযুক্তির কু-প্রভাব, পর্ন গ্রাফির প্রসার, অনৈতিক জীবন-যাপন, পাচার, বিরোধ-শত্রুতা, ব্যক্তি স্বার্থপরতা, লোভ, সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা এবং বিচারহীনতার সংস্কৃতি ইত্যাদিকে নির্ণয় করেছে।

এসব ঘটনাগুলো দ্রুত বিচারের আওতায় এনে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার সুপারিশ করেছে সংস্থাটি। সেইসঙ্গে সামাজিক ও পারিবারিক বন্ধনকে আরো জোরদার, স্কুল পর্যায়ে কাউন্সিলিং, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে আরো সচেতনতামূলক কার্যক্রম হাতে নেবার সুপারিশ করেছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com