দেখা গেছে মহররম মাসের চাঁদ, আশুরা ১২ অক্টোবর

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৬

দেখা গেছে মহররম মাসের চাঁদ, আশুরা ১২ অক্টোবর

dsc_0041সুরমা মেইল ডেস্ক :: মহররম মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১২ অক্টোবর বাংলাদেশে আশুরা পালিত হবে। মুসলিমদের কাছে কারবালার স্মৃতিবিজড়িত শোকের দিনটি বাংলাদেশে সরকারি ছুটি থাকে। এবছর হিন্দুদের দুর্গাপূজার একদিন বাদেই বাংলাদেশের মুসলিমরা আশুরা পালন করবে।

রোববার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলনে কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাফিজ উদ্দিন।

মহররম মাসের দশম দিবস মুসলমানদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ইসলাম ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, আল্লাহর নির্দেশে এ দিন পৃথিবী সৃষ্টি হয়েছিল। এ দিনেই কেয়ামত হবে। পৃথিবী ধ্বংস হবে। ১০ মহররম প্রথম মানুষ হজরত আদম (আঃ)-কে সৃষ্টি করা হয় বলে বিশ্বাস করেন মুসলমানরা। আরো অনেক ঘটনার কারণেই মুসলমানদের কাছে স্মরণীয় ১০ মহররম।

তবে আশুরা মুসলমানদের কাছে মূলত শোকের দিন। হিজরি ৬১ সালের এ দিনে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শাহাদৎবরণ করেন মহানবী হজরত মুহম্মদ (সা.) প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.)। তৎকালীন শাসক ইয়াজিদের সৈন্য শিমার ইবনে জিলজুশান মুরাদি দৌহিত্র ইমাম হুসাইন (রা.) কণ্ঠদেশে ছুরি চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com