‘দেশটি কিন্তু সকল মতের মানুষের’

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৪

‘দেশটি কিন্তু সকল মতের মানুষের’

সুনির্মল সেন :
অর্জন-বর্জন-শেষ পর্যন্ত বিসর্জনের মধ্য দিয়ে ‘বাংলাদেশ নির্বাচন কমিশন’ ‘জাতীয় সংসদ নির্বাচন ২০২৪’ সমাপ্ত করতে পেরেছে বিএনপি সহ অন্যান্য কতগুলো সম-মনা দলকে বাঁধ দিয়ে।

 

নির্বাচনকালিন সরকার প্রমান করতে পেরেছে আর কখনও কোনোদিন অসাংবিধানিক পথে কোন সরকার গঠন সম্ভব হবেনা রক্তে গড়া এই বাংলাদেশে।

 

সাংবিধানিক সংকট নিরসনে এই নির্বাচন উচিত ছিলো বলে আমি মনে করি। আমার এই মতের সাথে অনেকে একমত পোষন করতে পারেন আবার অনেকে অন্য মত পোষন করতে পারেন।

 

দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আমার অনুরোধ- আপনারা দেশ-জাতি-সর্বোপরি নিজ নিজ এলাকার মানুষের জান-মাল-নিরাপত্তার কথা ভেবে সকল প্রকার পর- নির্ভরশীলতা পরিহার করে, বিদেশীশক্তির দ্বারস্থ না হয়ে যেকোন রাজনৈতিক সমাধান নিজেরা নিজেদের মধ্যে করার জন্য বিশেষ ভাবে অনুরোধ রাখছি।

 

কথাটি মনে রাখবেন- ‘দেশটি কিন্তু সকল মতের মানুষের”, “দেশটি কিন্তু সকল মতের নাগরিকদের!’

 

আপনারা রাজনৈতিক ব্যক্তিত্বরা আমার চেয়ে বেশী বুঝেন। আমি একজন দেশের সাধারণ নাগরিক হিসাবে বিবেকের তাড়নায় আমি আমার মতামত দেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে তুলে ধরেছি। গ্রহন করা না করা আপনাদের ব্যাপার।

 

লেখক: কবি ও সাংবাদিক 


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com