সিলেট ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশী বিদেশী ষড়যন্ত্রে দেশে জঙ্গিরা বিছিন্ন ঘটনা ঘটাচ্ছে। এ ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে। জঙ্গিদের বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। পুলিশ ও জনগণ মিলে জঙ্গিদের নিয়ন্ত্রণ করেছে। তবে এখনো জঙ্গিদের নির্মূল করা সম্ভাব হয়নি।
মঙ্গলবার বিকালে রাজশাহীর পবা থানা কমপ্লেক্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
গাজীপুরে প্রিজনভ্যানে ও কুমিল্লায় পুলিশের উপর জঙ্গিদের হামলা বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে জঙ্গিবাদ নির্মূল না হলে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, দেশের মানুষকে নিরাপত্তা দিতে না পারলে আমাদের উন্নয়ন ভেস্তে যাবে। তাই জঙ্গিবাদ দমনে সব ধরণের পদক্ষেপ সরকার গ্রহন করেছে।
২০১৬ সালেই জামায়াত-বিএনপি ছোড়া পেট্রোল বোমার আঘাতে জনসাধারণের পাশাপাশি ২২ জন পুলিশ সদস্য নিহত হয়েছে। পুলিশ বাহিনী প্রাণের মায়া ত্যাগ করে জনগণের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
তিনি বলেন, আগের যে কোন সময়ের চেয়ে বর্তমানে এই বাহিনী জনগণের আপন ও কাছে আসতে পেরেছে। সময়ের দাবিতেই কাউন্টার টেরিজোম ইউনিট গঠন করা হয়েছে। আগামীতে এই ইউনিটকে আরো শক্তিশালী এবং আরো বড় করা হবে।
এর আগে দুই দিনের সফরে বেলা ৩টার দিকে রাজশাহীতে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি প্রথমে জেলার পবা ও পরে মহানগরীর শাহমখদুম থানা কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন করেন।
জেলা পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও রাজশাহী মহানগরের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি, আয়েন উদ্দিন এমপি, আব্দুল ওয়াদুদ দারা এমপি, আকতার জাহান এমপি, রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশীদ আলম, মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম প্রমুখ।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি