সিলেট ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৬
সুরমা মেইল নিউজ : প্রধানমন্ত্রী বলেছেন, আমরা আজ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। সারাদেশে আমরা ডিজিটাল সেন্টার গড়ে তুলেছি। বাংলাদেশের উন্নয়নে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। দেশজুড়ে যথন জ্বালাও পোড়াও চলছিল তখন এই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সারাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
আজ বৃহস্পতিবার সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৬তম জাতীয় সমাবেশে বক্তৃতা দেয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, এরই মধ্যে আনসার বাহিনীর সদস্যদের জন্য বেশ কিছু সুবিধা দেয়া হয়েছে। কাজের সুবিধার জন্য আনসার সদস্যদের প্রশিক্ষণসহ তাদের আবাসন সুবিধা নিশ্চিত করা কাজ চলছে। ক্রীড়ায় আনসার সদস্যদের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী তাদেরকে অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী বলেন, আনসার সদস্যরা দেশের অন্যান্য বাহিনীর সঙ্গে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে।বক্তৃতা শেষে প্রধানমন্ত্রী জাতীয় সম্মেলনের উদ্বোধান ঘোষণা করেন।
Design and developed by ওয়েব হোম বিডি