দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতেই জঙ্গি হামলা : শিরিন এমপি

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৬

দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতেই জঙ্গি হামলা : শিরিন এমপি

imagesসুরমা মেইল নিউজ : নারী শ্রমিক মঞ্চের সভাপতি ও শিরিন আক্তার এমপি বলেছেন, দেশ যখন এগিয়ে চলছে তখন ৭১-এর পরাজিত শত্রুরা দেশকে পিছিয়ে নিতে এবং উন্নয়ন বাধাগ্রস্ত করতেই এই জঙ্গি হামলা করছে। আমাদের পোশাক শিল্পের সঙ্গে যারা জড়িত তাদের হত্যা করা হয়েছে, যোগাযোগ বিশেষজ্ঞদের হত্যা করা হয়েছে। এতে বোঝা যাচ্ছে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতেই এই জঙ্গি হামলা।

সোমবার দুপুরে নারীশ্রমিক মঞ্চ আয়োজিত জাতীয় প্রেসক্লাবের সমানে সাম্প্রদায়িকতা- জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ মোকাবেলায় রুখে দাঁড়াও শীর্ষক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মানববন্ধনে শিরিন আক্তার বলেন, যারা দেশকে পাকিস্তান, সিরিয়া, আফগানিস্তান বানাতে চায় তাদের সাথে কোনো ঐক্য হতে পারে না। বিএনপি-জামাত জোট সন্ত্রাস ও জঙ্গিবাদের মদদদাতা।
তিনি আরও বলেন, নারীর উত্থান ঠেকাতেও এ ধরনের জঙ্গি হামলা হচ্ছে। পোশাক শিল্পে অধিকাংশই নারী শ্রমিক। নারী শ্রমিকদের বিশেষ নিরাপত্তা জোরদার করতে হবে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন নারীশ্রমিক মঞ্চের নির্বাহী পরিচালক রোকেয়া রফিক, সদস্য শামীম আরা, নীপা ফেরদৌস, শ্রমিক নেত্রী নাজমা আক্তারসহ বিভিন্ন পেশার নারী নেত্রীরা।
সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com