দেশের প্রথম বৃক্ষমানব’র অস্ত্রোপচার সম্পন্ন

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৬

দেশের প্রথম বৃক্ষমানব’র অস্ত্রোপচার সম্পন্ন

xxxxxx
সুরমা মেইল নিউজ : বাংলাদেশের প্রথম বৃক্ষমানব আবুল বাজনদারের প্রথম অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে প্রথম অস্ত্রোপচারের পর তাকে হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে বের করা হয়। ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের পরিচালক অধ্যাপক আবুল কালাম, অধ্যাপক রায়হান আউয়াল ও অধ্যাপক সাজ্জাদ খন্দকারসহ ৯ সদস্যের একটি দল এ অস্ত্রোপচার সম্পন্ন করে। অস্ত্রোপচার শেষে এক সংবাদ সম্মেলনে বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক আবুল কালাম জানান, প্রথম অস্ত্রোপচারে তার ডান হাতের দুটি আঙুল (বৃদ্ধাঙুগুলি ও তর্জনী) থেকে গাছের মতো শিকড় কাটার কথা ছিল। কিন্তু পরিস্থিতি ভালো হওয়ায় তার ডান হাতের পাঁচটি আঙুলে অস্ত্রোপচার করা হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় অপারেশন থিয়েটারে নেওয়া হয় আবুল বাজনদারকে। তার স্ত্রী হালিমা দেশবাসীর কাছে আবুলের জন্য দোয়া চান। দোয়া চান তার বাবা মানিক বাজনদার ও মা আমেনা বেগম। এর আগে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. গামন্ত লাল সেন জানান, আবুল বাজনদারের চিকিৎসায় প্রথমে ছয় সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। পরে সদস্যসংখ্যা বাড়িয়ে নয় সদস্যের বোর্ড করা হয়েছে। এ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, আজ তার প্রথম অস্ত্রোপচার করা হলো।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com