দেশের প্রয়োজনে মুক্তিযোদ্ধাদের আবারো সরব হতে হবে : বিভাগীয় কমিশনার

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৬

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন বলেছেন, দেশের প্রয়োজনে মুক্তিযোদ্ধাদের আবারো সরব হতে হবে। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলায় মুক্তিযোদ্ধাদের কাছ থেকে শৃংখলার শিক্ষা নিয়ে দেশের প্রগতিকে সামনের দিকে নিয়ে যেতে হবে।

শুক্রবার দুপুরে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন, সিলেট ও জেলা পরিষদ, সিলেটের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, দেশে স্বাধীনতা বিরোধী চক্র যখনই মাথাচারা দিয়ে উঠতে চায়, তখনই দেশের বীর মুক্তিযোদ্ধাদের চেতনায় মানুষ জেগে উঠে তাদেরকে মোকাবেলা করে।

সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদিনের সভাপতিত্বে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার রুকন উদ্দিন, সিলেটের পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর কমান্ডার ভবতোষ বর্মন রানা ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুক উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com