সিলেট ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৬
সুরমা মেইল নিউজ : ‘বর্তমান সরকারের আমলে হিন্দুরা বেশি নির্যাতনের শিকার হচ্ছেন’ এই বক্তব্যকে নিছক অপপ্রচার বলে দাবি করেছেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের (একাংশ) সভাপতি মোহাম্মদ আখতার হোসাইন বোখারী।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ (একাংশ) আয়োজিত জঙ্গি ও সন্ত্রাসী হামলা বন্ধসহ ১০ দফা দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
আখতার হোসাইন বোখারী বলেন- বরং আমি বলবো এখন হিন্দুরা নয়, বিশ্বের সকল দেশের মতো বাংলাদেশেও মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছেন। বর্তমান সরকারের আমলে দেশে ‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের হাতে হিন্দু ধর্মাবলম্বীরা নির্যাতনের শিকার হচ্ছেন’ এ অভিযোগ নিছক অপপ্রচার মাত্র।
মোসাদের সঙ্গে জড়িত উগ্রসাম্প্রদায়িক সন্ত্রাসী ও গয়েশ্বরের মতো হিন্দু ধর্মাবলম্বীরা জামায়াত জোটের সঙ্গে আঁতাত করে এ দেশে আইএস সৃষ্টির ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তিনি।
সন্ত্রাসী হামলা দমনে বিদেশি সহযোগিতা প্রসঙ্গে আখতার হোসাইন বলেন, সন্ত্রাসবাদ দমনে আমাদের দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট সক্ষমতা রয়েছে। সন্ত্রাসী ও জঙ্গি দমনে সহযোগিতার নামে এদেশে অন্য কোনো রাষ্ট্রের সেনাবাহিনী পাঠানোর অপচেষ্টা বিশেষ করে এ দেশে আইএস তৈরির ষড়যন্ত্র এবং পার্বত্য চট্টগ্রাম দখলের মার্কিন ইচ্ছা রুখে দেওয়া হবে।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সংগঠনের সধারণ সম্পাদক মো. আব্দুল হাসান শেখ, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি মুহাম্মদ আব্দুস সাত্তার, বঙ্গবন্ধু ওলামা ফাউন্ডেশনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি