দেশে এখন গণতন্ত্রের লেশমাত্র চিহ্ন নেই : দুদু

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৬

দেশে এখন গণতন্ত্রের লেশমাত্র চিহ্ন নেই : দুদু
download-5
সুরমা মেইল ডেস্ক :: বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে এখন গণতন্ত্র এবং আইনের শাসনের লেশমাত্র চিহ্ন নেই। মৌলিক ও মানবাধিকার আগেই ভুলুণ্ঠিত হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা ও মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার খর্ব করা হয়েছে। আইন-আদালতও এখন শাসকগোষ্ঠীর নিয়ন্ত্রণে।

রোববার এক বিবৃতিতে এ কথা বলেন বিএনপি মুখপাত্র।
তিনি বলেন, রাজনৈতিক কর্মী-নেতারা ছাড়াও দেশের কোন মানুষই এখন নিজেদের নিরাপদ বোধ করছেন না। সরকার যেভাবে দেশের মানুষকে,গণতন্ত্রকে অবরুদ্ধ করে ফেলেছেন-তাতে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে জলাঞ্জলি দেয়া হয়েছে।
দুদু বলেন, হিংসাশ্রয়ী রাজনীতির চর্চা করে সরকার দেশের সকল বিরুদ্ধমতকে দমনে আজ বেপরোয়া। তারা শুধু বিএনপিই নয়- সরকারী রোষানলের বাইরে গণমাধ্যমও নয়। যারাই সরকারের অপশাসন, দুঃশাসন, দুর্নীতির সমালোচনা করছে-সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে তাদেরকে নাজেহাল করছে।
এই বিএনপি নেতা আরও বলেন, এ সংকট উত্তরণে সরকারকে সময় থাকতেই এর উপায় বের করতে হবে। আমাদের দল মনে করে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এখন সময়ের দাবি। আমরা আশা করবো সরকার শুভবুদ্ধির পরিচয় দিয়ে দেশের এই ক্রান্তিকালে সংকট উত্তরণে কর্তৃত্ববাদী মনোভাব থেকে সরে এসে একটি জাতীয় সংলাপ আহ্বান করবে সরকার।
সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com