দেশে এখন স্বার্থের রাজনীতি চলছে : জিএম কাদের

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, মে ১৪, ২০১৬

দেশে এখন স্বার্থের রাজনীতি চলছে : জিএম কাদের

জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের

সুরমা মেইল নিউজ : জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশে এখন স্বার্থের রাজনীতি চলছে। এ কারণে দেশে স্বস্তিদায়ক ও সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নেই। রাজনৈতিক অস্থিরতার জন্য নেই আশাপ্রদ বিনিয়োগ। ফলে নতুন নতুন কর্মসংস্থান হচ্ছে না। অন্যদিকে ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে বেকারত্ব। এই বেকার সমস্যা এখন মহামারীর ন্যায় ছড়িয়ে পড়েছে। শনিবার (১৪ মে) বেলা ১১টায় রাজধানী রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের ৮ম কাউন্সিলে তিনি এ সব কথা বলেন।

জিএম কাদের বলেন- জনগণের জন্য কল্যাণমূলক রাজনীতি করতে রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে। তাই দেশের মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। স্বার্থের রাজনীতি পরিহার করে জনকল্যাণে রাজনীতি করা গেলে জাতীয় পার্টি জনগণের দলে পরিণত হবে।
দলের মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি ও মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতীর যৌথ সঞ্চালনায় সম্মেলনে দলের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন দলের মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার।
সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের সভাপতিত্বে সম্মেলনের মঞ্চে উপবিষ্ট আছেন দলের নেতা কর্মীরা।
এর আগে সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা, দলীয় পতাকা ও শান্তির পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির ৮ম কাউন্সিলের শুভ উদ্বোধনী ঘোষণা করেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com