দেশে কোনও ধর্মীয় বিদ্বেষ নেই

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৬

দেশে কোনও ধর্মীয় বিদ্বেষ নেই

Manual7 Ad Code

download-1

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে কোনও ধর্মীয় বিদ্বেষ নেই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান- সবাই মিলে এ দেশ স্বাধীন করেছে। সোমবার রাতে ভোলা শহরে পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

Manual5 Ad Code

বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সেই স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। মন্ত্রী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার । সরকার ও আইনশৃংঙ্খলা বাহিনী সনাতন ধর্মাবলম্বীদের দূর্গা-উৎসবে পর্যাপ্ত নিরাপত্তা দিয়েছে। আমরা বাংলাদেশকে জঙ্গিমুক্ত করবো। এ দেশে জঙ্গিবাদের কোনও আস্তানা থাকবে না। আমরা শান্তিপ্রিয় মানুষ; কাউকে নৈরাজ্য সৃষ্টি করতে দেবো না।

Manual7 Ad Code

মণ্ডপ পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code