দেশে গৃহহীনের সংখ্যা শূন্যে নামিয়ে আনতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৬

দেশে গৃহহীনের সংখ্যা শূন্যে নামিয়ে আনতে হবে: প্রধানমন্ত্রী

1457339203

সুরমা মেইল নিউজ : জমির স্বল্পতা ও ভবিষ্যৎ জনসংখ্যার কথা মাথায় রেখে পরিবেশবান্ধব বহুতল ভবন নির্মাণের জন্য স্থপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত স্থাপত্য ভবনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী তার বক্তব্যে এ আহ্বান জানান।

তিনি বলেন, স্থপতিদের এমন স্থাপত্য নির্মাণ করতে হবে, যা টেকসই ও মজবুতের পাশাপাশি পরিবেশবান্ধব হতে হবে। দেশে গৃহহীনের সংখ্যা শূন্যে নামিয়ে আনতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। হাসপাতাল, কলকারখানাসহ বিভিন্ন স্থাপত্যের বর্জ্য ব্যবস্থাপনার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে স্থাপত্য নির্মাণের আগে দেশি কনসালটেন্টদের পরামর্শ নিতে বলেন। বাইরের দেশের কনসালটেন্টদের চেয়ে আমাদের দেশের কনসালটেন্টরা দেশের আবহাওয়া সম্পর্কে ভালো জানেন বা ভালো বোঝেন। তাই তাদের কাছ থেকে পরামর্শ নেয়াটাই ভালো।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com