দেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে: এরশাদ

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৬

দেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে: এরশাদ

earshadসুরমা মেইল নিউজ : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বিচারহীনতার কারণে দেশে একের পর এক খুন হচ্ছে। এসব খুনখারাবি কঠোর হস্তে দমন করতে না পারলে দেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। সোমবার (২৫ এপ্রিল) দুপুরে তিন দিনের সফরে রংপুরে এসে পল্লীনিবাস বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ইউপি নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবির কারণ প্রসঙ্গে এরশাদ বলেন, দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হচ্ছে না। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন না হওয়ায় জাতীয় পার্টি বিজয় থেকে বঞ্চিত হচ্ছে।রওশন এরশাদ প্রসঙ্গে তিনি বলেন, সংসদে বিরোধীদলীয় নেতা রওশন যে বক্তব্য দিয়েছেন তা ভিত্তিহীন। যাদের নিয়ে রওশন এসব মন্তব্য করছেন তারা দলের সুযোগসন্ধানী। আগামীতে জাতীয় পার্টিতে কোনো সুযোগসন্ধানীর স্থান হবে না। জাতীয় পার্টির কাউন্সিল প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১৫ মে জাতীয় পার্টির কাউন্সিল হবেই। তা কেউ রুখতে পারবে না। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাপার আহ্বায়ক মোফাজ্জল হোসেন, সদস্যসচিব মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাপার আহ্বায়ক আসিফ শাহরিয়ার, সদস্য সচিব এইচ এম ইয়াসির।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com