দেশে সবচেয়ে ক্লিন ইমেজের দল জাতীয় পাটি : টেপা

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, মে ১০, ২০১৬

দেশে সবচেয়ে ক্লিন ইমেজের দল জাতীয় পাটি : টেপা

সুরমা মেইল নিউজ : দেশের জনগণ আজ পদে পদে শোষিত হচ্ছে। বর্তমানে যে গনতান্ত্রিক সরকার ক্ষমতায় আছে যা নামেই মাত্র গণতন্ত্র বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা। তিনি বলেন, দেশের মানুষ এমন গণতন্ত্র দেখার জন্য দেশ স্বাধীন করে নাই।সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ৮ম সম্মেলন সফল করার লক্ষে জাতীয় কৃষক পার্টি আয়োজিত এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টেপা বলেন, দেশের মানুষ আজ অসহায়। এ সরকার বিদায় নিলে আরেক বড় দল ক্ষমতায় আসলেও তারা গণতন্ত্রে টুটি ধরে হত্যা করার চেষ্টা করেন।দেশে সবচেয়ে ক্লিন ইমেজের দল জাতীয় পাটি, কিন্তু এই পার্টি যেন কোনক্রমেই দাঁড়াতে না পারে, সে বিষয়ে এ দুটি দল এক হয়ে যায়। কারণ এই বড় দুটি দলের চরিত্র এক এবং অভিন্ন।

আগামী ১৪ মে জাতীয় পার্টির ৮ম সম্মেলন সফল করার জন্য সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com