দেশ এখন খাদ্যে সয়ংসম্পুর্ণ : এমপি জাহির

প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০১৬

দেশ এখন খাদ্যে সয়ংসম্পুর্ণ : এমপি জাহির

md-abu-zahir-m-p-_img_5620-300x225হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বাংলাদেশের কোনো মানুষ এখন না খেয়ে থাকছে না। কারণ বর্তমান আওয়ামী লীগ সরাকর কৃষিতে ঠিক সময়ে প্রয়োজনীয় উপকরণ দিয়ে ধানের উৎপাদন বাড়িয়েছে। ফলে দেশ এখন খাদ্যে সয়ংসম্পুর্ণ হয়েছে।

শুক্রবার সকালে সদর উপজেলার তেঘরিয়া, পইল ও গোপায়া ইউনিয়নে ১০ টাকা কেজিতে চাল বিতরণীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি আবু জাহির আরও বলেন, আওয়ামী লীগ সরকার তথ্য প্রযুক্তির ক্ষেত্রে দেশকে ব্যাপক হারে এগিয়ে নিচ্ছে। যার ফলে বিভিন্ন অফিসে কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি কমে গেছে। প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সেন্টার নির্মাণের উপকারিতা প্রসঙ্গে তিনি বলেন, ইউনিয়নের প্রতিদিনের কার্যক্রম এখন উদ্যোক্তাদের মাধ্যমে প্রতিটি ইন্টারনেটের মাধ্যমে আপডেট করতে হয়। যার কারণে ইউনিয়ন পরিষদে আর দুর্নীতির কোনও সুযোগ নেই। আর যদি প্রতিদিনের কার্যক্রমের তথ্য আপডেট না করা হয় তাহলে সংশ্লিষ্টদের জবাবদিহিতা করতে হয়। তিনি দুর্নীতির বিরুদ্ধে সকলকে সামাজিক সচেতনতা তৈরীর আহবান জানান।

উল্লেখ্য, শুক্রবার পইল ইউনিয়নে ১ হাজার, তেঘরিয়া ইউনিয়নে ৬শ’ ও গোপায়া ইউনিয়নে ২য় দফায় ৭০০ জন হতদরিদ্র লোকের মাঝে ১০ টাকা কেজি মূল্যে চাউল বিতরণের উদ্বোধন করেন এমপি আবু জাহির।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, পৌর আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হিরাজ মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সালাম, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, তেঘরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনু মিয়া, পইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যান সাহেব আলী, গোপায়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম, সাধারণ সম্পাদক শীবেন্দ্র চন্দ্র দেব শিবু, ডিলার কুরবান আলী লিটন, কবির মিয়া ও আতাউর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com