সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৬
ধর্ম : দোয়া বা প্রার্থনা নিয়ে মানুষের চিন্তা ফিকিরের শেষ নেই। উদ্দেশ্য হলো- বান্দার চাওয়া-পাওয়া পরিপূর্ণ হওয়া। তাই দোয়া করার আদবগুলোর সঙ্গে সঙ্গে যে সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া বা প্রার্থনা মঞ্জুর করেন, তা তুলে ধরা হলো-
দোয়া কবুলের উত্তম সময়-
১. শেষ রাত্রির (রাত্রির তৃতীয় ভাগের) মধ্য ভাগ। ২. লাইলাতুল ক্বদরের রাত্রি। ৩. পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর। ৪. আজান ও একামতের মধ্যবর্তী সময়ে। ৫. প্রত্যেক রাত্রের দিপ্রহরের পর। ৬. জুমার দিবসে আজানের পর থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত। আবার কেউ কেউ বলেছেন তা হলো- আসরের শেষ সময়। ৭. বৃষ্টি বর্ষণের সময়। ৮. আল্লাহর পথে বেরিয়ে যুদ্ধের জন্য কাতারবন্দী হয়ে অগ্রসর হওয়ার সময়। ৯. পাঁচ ওয়াক্ত নামাজের আজানের সময়। ১০. বিয়ের আক্বদের সময়। ১১. ওজু অবস্থায় ঘুমিয়ে অতপর রাত্রিতে জাগ্রত হয়ে দোয়া করা।১২. রমজান মাসে ইফতার ও সাহরির সময়। আল্লাহ তাআলা এ সময়গুলোতে দোয়া করার তাওফিক দান করুন। আমিন।
Design and developed by ওয়েব হোম বিডি