সিলেট ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৫ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০২৪
খেলাধুলা ডেস্ক :
মঞ্চটা প্রস্তুতই ছিল। অপেক্ষা ছিল শুধু শিরোপা উৎসবের। শেষ পর্যন্ত তাতে সফলও হয়েছে স্পেন। ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছে স্প্যানিশরা। শিরোপার মঞ্চে ইংলিশদের ২-১ গোলে হারের তেতো স্বাদ দিয়েছে লা ফুয়েন্তের শিষ্যরা।
জার্মানির বার্লিনে ইউরোর ফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেন-ইংল্যান্ড। ম্যাচটিতে স্পেনের হয়ে গোল করেছেন নিকো উইলিয়ামস ও মিকেল ওয়ারজাবাল। অন্যদিকে ইংলিশদের হয়ে একটি গোল করেছেন কোল পালমার।
এ নিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে হারল ইংলিশরা। এর আগে ২০২১ সালে ঘরের মাঠে ইতালির কাছে শিরোপা হাতছাড়া হয়েছিল গ্যারেথ সাউথগেটের শিষ্যদের। এবার লা ফুয়েন্তের শিষ্যদের কাছে শিরোপা খোয়ালো থ্রি লায়ন্সরা।
অন্যদিকে রেকর্ড চতুর্থবারের মতো শিরোপা ঘরে তুলল স্পেন। আর এবারের আসরে টানা ৭ ম্যাচ অপরাজিত থেকে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করল ইয়ামাল-মোরাতারা।
এদিন ম্যাচের ১২তম মিনিটের মাথায় ডিবক্সের সামান্য ভেতর থেকে নিকো উইলিয়ামসের গোলমুখে নেয়া শট ব্লক করেন ইংলিশ ডিফেন্ডার। পরের মিনিটেই নরম্যান্ডের বাইসাইকেল কিক গোলবারের অনেক বাইরে দিয়ে চলে যায়।
২৮তম মিনিটে আবারও সুযোগ পায় স্পেন। এবার ফাবিয়ান রুইজের শট ব্লক করে ইংলিশ ডিফেন্ডাররা। ৩৬তম মিনিটে দানি ওলমোর দূরপাল্লার শট চলে যায় গোলবারের অনেক বাইরে দিয়ে।
৪৪তম মিনিটে হ্যারি কেইনের ডিবক্সের ভেতরে নেওয়া বুলেট গতির শট ব্লক করেন স্পেনের রড্রি। ৪৫তম মিনিটে ফ্রি কিক থেকে ডেকলাইন রাইসের ক্রসে ফিল ফোডেন বা পায়ের শট নিলে ভালোভাবেই সেটিকে তালুবন্দি করেন উনাই সিমন।
পুরো ৪৫তম মিনিটে কোনো দলই বলার মত সুযোগ তৈরি করতে পারেনি। ৭০ শতাংশ বল নিজেদের দখলে নিয়ে রাখলেও ইংলিশ দুর্গ ভাঙতে পারেনি স্পেন।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় স্পেন। ৪৭তম মিনিটে লামিন ইয়ামালের ক্রসে বক্সের বাঁ দিক থেকে বল জালে জড়িয়ে দেন নিকো উইলিয়ামস (১-০)।
দুই মিনিট পর নিকোই আরেকটি গোলের সুযোগ তৈরি করেছিলেন। এবার দানি ওলমোর বাঁ পায়ের শট একটুর জন্য ডানদিকের পোস্ট মিস করে। ৫৬তম মিনিটে নিকোর বক্সের বাইরে থেকে নেওয়া শটও বেশ ক্লোজ ছিল।
অবশেষে ৭৩তম মিনিটে সমতায় ফেরে ইংল্যান্ড। বেলিংহাম বক্সের মধ্যে বল পেয়ে সেটি কৌশলে দিয়ে দেন বাইরে দাঁড়ানো পালমারের কাছে। বাঁ পায়ের দূরপাল্লার এক শটে চোখ ধাঁধানো এক গোল করেন চেলসির উইঙ্গার (১-১)।
তবে সেই সমতা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি ইংল্যান্ড। ৮৬তম মিনিটে মিকেল ওয়ারজাবাল ফের এগিয়ে দেন স্পেনকে (২-১)। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।
(সুরমামেইল/এএইচএম)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি