সিলেট ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৬
স্পোর্টস ডেস্ক :: বাংলাদেশের সামনে নিউ জিল্যান্ডের দেয়া টার্গেট ছিল ২৫২ রান। শুরুর দিকে ব্যাটিংঅর্ডার বেশ আশাও জাগিয়েছিল বাংলাদেশ।
১৬ রানে তামিমের ফেরার পর কিছুটা ধাক্কা খেলেও জেতার সম্ভাবনা জাগিয়ে তোলেন সাব্বির-ইমরুল, ১০৫ রানে ছিল মাত্র ১ উইকেট। কিন্তু সাব্বিরের পরে আর কেউ দাড়াতেই পারেননি। শেষ পর্যন্ত ৬৭ রানে দ্বিতীয় ওয়ানডে ম্যাচও হারতে হলো বাংলাদেশকে।
এর আগে নেলসনের স্যাক্সটন ওভালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মাশরাফি বাহিনী। প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২৫১ রান।
দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ১০৯ রান করেন অপরাজিত থাকেন নেইল ব্রুম। বাংলাদেশের পক্ষে মাশরাফি বিন মুর্তজা তিনটি, তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান দুইটি করে, শুভাশিস রায় ও মোসাদ্দেক হোসেন একটি করে উইকেট নেন।
২৫২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৩ বলে ১৬ রান করে তামিম সাজঘরে ফেরেন, বাংলাদেশের স্কোর তখন ৩০/১। এরপর ইমরুল কায়েস-সাব্বিরে দৃঢ়তায় ২২তম ওভারে তিন অঙ্কে পৌঁছে রানের সংগ্রহ। জেমস নিশামকে ছক্কা হাঁকিয়ে দলকে শত রানে নিয়ে যান সাব্বির।
রান আউট হয়ে ফিরে যান সাব্বির।৩ ছক্কা আর ২ চারে ৪৯ বলে করেন ৩৮। বাংলাদেশের স্কোর তখন ১০৫/২। ৬তম ওভারে মাহমুদউল্লাহ ১ রানে বিদায় হন।কেন উইলিয়ামসনের অনেক বাইরের বলে বাজে শট খেলে শর্ট থার্ডম্যানে ব্রুমকে ক্যাচ ফিরেন সাকিব আল হাসান, স্কোরকার্ড ১২৮/৪।
৩১তম ওভারে মোসাদ্দেক মাত্র ৩ রান করে যখন ফেরেন তখন বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৩৪ রান। দ্রুত উইকেট পতনের মধ্যে যোগদেন ইমরুলও।
টিম সাউদির বলে ক্যাচ দেন নিল ব্রুমকে। ৬টি চারে ৫৯ রান করে ৩২তম ওভারে ইমরুল ফিরে যান। এরপর আর পেছনে তাকানোর সময় পাননি ব্যাটসম্যানরা।
২ রানে তানবীর, কিছুক্ষণ দাড়ানোর চেষ্টা করে ১৭ রানে ফেরেন মাশরাফি,শূণ্যরানে তাসকিন বিদায় নেন। শেষপর্যন্ত টিকে থাকার চেষ্টা করেন নুরুল হাসান, ৩১ বলে ২৪ করেন। এরমধ্যে স্কোরকার্ডে তখন তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ৬৭ রানে হারের খবর।
দ্বিতীয় ওয়ানডেতে ইনজুরিতে থাকায় নামতে পারেন নি মুশফিকুর রহিম। ছিলেন না কার্টার মাস্টার মুস্তাফিজুর রহমানও। ফর্মে না থাকায় সৌম্য সরকার ছিলেন মাঠের বাইরে। আর এ তিনজনের পরিবর্তে আজ অভিষেক হয়েছে নুরুল হাসান, শুভাশিস রায় ও তানবীর হায়দার’র।
নিউ জিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ উইকেট পেয়েছেন কেন উইলিয়ামসন, নিয়েছেন ৩ উইকেট। বোল্ট ও টিম সাউদি নিয়েছেন ২টি করে। আর একটি করে উইকেট লুফে নিয়েছেন ফার্গুসন ও সান্টনার।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি