সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৬
সুরমা মেইল. স্পোর্টস ডেস্ক : চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের টানা দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের আরো কাছে পৌঁছে গেল বাংলাদেশ। রোববার খুলনায় ৪২ রানের জয় পেয়েছে মাশরাফি বাহিনী।
আগে ব্যাট করে জিম্বাবুয়েকে ১৬৮ রানের টার্গেট দেয় বাংলাদেশ।
জবাব দিতে নেমে দারুণ ওপেনিং জুটির পর হঠাৎ ম্যাচের নিয়ন্ত্রণ হারায় জিম্বাবুয়ে। দলীয় ৫০ রানের মাথায় সিবান্দা ফিরে যাওয়ার পর মাসাকাদজা, উইলিয়ামস এবং মুতুমবামিকে ফিরতে হয়।
প্রথম আঘাতটা করেন মাশরাফি। ততক্ষণে জিম্বাবুয়ে ৫০ ছুঁয়েছে। সিবান্দাকে বোল্ড করেন বাংলাদেশ অধিনায়ক। দ্বিতীয় আঘাত সাব্বিরের। অভিজ্ঞ মাসাকাদজাকে ছেঁটে ফেলেন তিনি। বড় শট খেলতে যেয়ে রিয়াদের হাতে ধরা পড়ে যান। উইলিয়ামসকে দ্রুত ফেরান শুভাগত হোম। এরপর মুতুমবামিকে সৌম্য সরকারের ক্যাচ বানান ওই সাব্বির রহমানই।
৫০ থেকে ৬৮তে যেতে চার উইকেট নাই হয়ে যাওয়ার পর মুরকে নিয়ে ওয়ালার ম্যাচে ফেরার চেষ্টা করেন। ৩৭ রানের জুটিও গড়েন দুজনে। কিন্তু আল-আমিন তাদের সেই ছন্দ কাটেন। ওয়ালারকে (২৯) সৌম্য সরকারের ক্যাচ বানান।
এরপর আর মূলত স্বপ্ন দেখা হয়নি জিম্বাবুয়ের। মাদজিভা আসতে না আসতেই মুস্তাফিজের দুর্দান্ত ডেলিভারির সামনে পড়েন। শূন্য রানে ক্লিন বোল্ড হয়ে ফিরতে হয় তাকে। শেষ তিন ওভারে জিম্বাবুয়ের দরকার ছিল পঞ্চাশের বেশি। অতিথিরা তার ধারেকাছে পৌঁছাতে না পেরে ৪২ রানের হার বরণ করে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি