দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত জয় মাশরাফি বাহিনীর

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৬

দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত জয় মাশরাফি বাহিনীর

Manual2 Ad Code

download

Manual8 Ad Code

সুরমা মেইল. স্পোর্টস ডেস্ক : চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের টানা দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের আরো কাছে পৌঁছে গেল বাংলাদেশ। রোববার খুলনায় ৪২ রানের জয় পেয়েছে মাশরাফি বাহিনী।

আগে ব্যাট করে জিম্বাবুয়েকে ১৬৮ রানের টার্গেট দেয় বাংলাদেশ।

জবাব দিতে নেমে দারুণ ওপেনিং জুটির পর হঠাৎ ম্যাচের নিয়ন্ত্রণ হারায় জিম্বাবুয়ে। দলীয় ৫০ রানের মাথায় সিবান্দা ফিরে যাওয়ার পর মাসাকাদজা, উইলিয়ামস এবং মুতুমবামিকে ফিরতে হয়।

Manual7 Ad Code

প্রথম আঘাতটা করেন মাশরাফি। ততক্ষণে জিম্বাবুয়ে ৫০ ছুঁয়েছে। সিবান্দাকে বোল্ড করেন বাংলাদেশ অধিনায়ক। দ্বিতীয় আঘাত সাব্বিরের। অভিজ্ঞ মাসাকাদজাকে ছেঁটে ফেলেন তিনি। বড় শট খেলতে যেয়ে রিয়াদের হাতে ধরা পড়ে যান। উইলিয়ামসকে দ্রুত ফেরান শুভাগত হোম। এরপর মুতুমবামিকে সৌম্য সরকারের ক্যাচ বানান ওই সাব্বির রহমানই।

Manual3 Ad Code

৫০ থেকে ৬৮তে যেতে চার উইকেট নাই হয়ে যাওয়ার পর মুরকে নিয়ে ওয়ালার ম্যাচে ফেরার চেষ্টা করেন। ৩৭ রানের জুটিও গড়েন দুজনে। কিন্তু আল-আমিন তাদের সেই ছন্দ কাটেন। ওয়ালারকে (২৯) সৌম্য সরকারের ক্যাচ বানান।

এরপর আর মূলত স্বপ্ন দেখা হয়নি জিম্বাবুয়ের। মাদজিভা আসতে না আসতেই মুস্তাফিজের দুর্দান্ত ডেলিভারির সামনে পড়েন। শূন্য রানে ক্লিন বোল্ড হয়ে ফিরতে হয় তাকে। শেষ তিন ওভারে জিম্বাবুয়ের দরকার ছিল পঞ্চাশের বেশি। অতিথিরা তার ধারেকাছে পৌঁছাতে না পেরে ৪২ রানের হার বরণ করে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code