সিলেট ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, মে ২৩, ২০২৩
সুনামগঞ্জ প্রতিনিধি :
জেলার ধর্মপাশা উপজেলায় বজ্রপাতে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আরও দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জয়শ্রী ইউনিয়নের বরইয়া নদীর শীমের খাল নামক এলাকায় এই দুঘর্টনা ঘটে।
নিহত ওমর ফারুক জয়শ্রী ইউনিয়নের বাদেহরিপুর গ্রামের আলীম উদ্দিনের ছেলে। সে জয়শ্রী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। আহত কালাচাঁন ও কাসেমও বাদেহরিপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ওমর ফারুকসহ কয়েকজন বাদেহরিপুর থেকে নৌকায় করে ধান বিক্রির জন্য মধ্যনগর বাজারে নিয়ে যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে নৌকাটি বরইয়া নদীর শীমেরখাল নামক এলাকায় গেলে আকস্মিক বজ্রপাত হলে ওমর ফারুক পানিতে পড়ে নিখোঁজ হয়। এ সময় কালাচাঁন ও কাসেম গুরুতর আহত হন। পরে বেলা ১১টার দিকে স্থানীয় এলাকাবাসী ও পরিবারের লোকজন নদীতে জাল ফেলে ওমর ফারুকের মরদেহ উদ্ধার করে।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী।
(সুরমামেইল/এসএসডি)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি