ধর্মীয় অনুষ্ঠানও নিয়ন্ত্রণ করতে চায় সরকার : ফখরুল

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, জুন ২০, ২০১৬

ধর্মীয় অনুষ্ঠানও নিয়ন্ত্রণ করতে চায় সরকার : ফখরুল

download (10)সুরমা মেইল নিউজ : আদালতের নিষেধাজ্ঞায় ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ইফতার মাহফিল বাতিল হলেও ভিন্ন কথা বলছে জোটের প্রধান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার ধর্মীয় আচার-অনুষ্ঠানের উপরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। এ জন্য পুলিশ সোনারগাঁও হোটেলে এনপিপির ইফতার মাহফিল বন্ধ করে দেয়।

সোমবার (২০ জুন) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। দেশব্যাপী গণগ্রেফতারের প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

বর্তমান সরকারকে অনির্বাচিত উল্লেখ করে মির্জা ফখরুল আরো বলেন, জঙ্গি দমন অভিযান নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সন্তুষ্টি প্রকাশ করেছেন। ভারত আমাদের বন্ধু, অকৃত্রিম বন্ধু। প্রত্যাশা করি বাংলাদেশের গণতান্ত্রীকামী মানুষের পক্ষেই থাকবে। এমন কাউকে সমর্থন দেবে না যারা জনগণের উপর চড়াও হয়।

তিনি বলেন, অত্যাচার-নিপীড়ন কীভাবে চালাতে হয় সেদিকেই সরকার সফল হয়েছে। সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

গত ৮ জুন শেখ শওকত হোসেন নিলুর নেতৃত্বাধীন ‘আসল’ ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) পক্ষ থেকে রমনা মডেল থানায় ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বাধীন এনপিপির ইফতার মাহফিল যাতে না হয় সে জন্য একটি জিডি করেন। পরে নিলুর দল সিনিয়র সহকারী জজ চতুর্থ আদালতে ওই ইফতার অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা চেয়ে একটি আবেদন জানায়। এর পরিপ্রেক্ষিতে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলেন।

উল্লেখ্য, রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে জোট শরিক এনপিপির ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com