ধারাবাহিক ‘স্বর্ণলতা’র পতিতা প্রভা

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৬

ধারাবাহিক ‘স্বর্ণলতা’র পতিতা প্রভা

prova-g20150411205851

বিনোদন ডেস্ক : চলতি মাসেই প্রচারে আসছে নির্মাতা সুমন আনোয়ারের দীর্ঘ ধারাবাহিক ‘স্বর্ণলতা’। এখানে পতিতা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। একটা বিহারি পরিবারের গল্পে নির্মিত হয়েছে নাটকটি। বিহারী ক্যাম্প ছেড়ে পুরনো ঢাকায় এসে সেটেল হতে চায় তারা। কিন্তু ক্যাম্প এর বাইরে সাধারন শহরে মানুষদের সাথে যে তাদের পার্থক্য, দ্বন্দ, ভালোবাসা, আস্থা-অনাস্থা এগুলোই হলো নাটকের মূল বিষয় বস্তু।

নাটকে প্রভা ছাড়া আরো অভিনয় করেছেন শহিদুল আলম সাচ্চু, ইশরাত নিশাত, লুৎফর রহমান জর্জ, মামুনুর রশিদ, মনিরা মিঠু, ইন্তেখাব দিনার, সাদিকা স্বর্ণা, সুষমা, জুঁই, তন্ময়, মাজনুন মিজান, শাহানা সুমি, তুষ্টি, এজাজ বারি প্রমূখ।

আগামী ২৩ মার্চ থেকে প্রতি মঙ্গল ও বুধবার  রাত ৯টা ৫ মিনিটে নাটকটি বাংলাভিশনে প্রচার হবে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com