ধূমপানে নষ্ট হতে পারে বাবা হওয়ার ক্ষমতা

প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০১৬

ধূমপানে নষ্ট হতে পারে বাবা হওয়ার ক্ষমতা

download (2)স্বাস্থ্য কথা : ধূমপানের বহু ধরনের ক্ষতির কথা জানা গেলেও এ বিষয়টি আগে সেভাবে জানা যায়নি। সম্প্রতি গবেষকরা জানিয়েছেন ধূমপানকারী ব্যক্তির কার্যকর শুক্রাণু উৎপাদন ক্ষমতা কমে যায়। এ কারণে তাদের বাবা হওয়ার ক্ষমতাও হ্রাস পেতে বা নষ্ট হতে পারে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।

ধূমপান ত্যাগ করার পক্ষে নতুন যুক্তি খুঁজে পেয়েছেন গবেষকরা। সম্প্রতি তারা জানিয়েছেন, ধূমপানের ফলে পুরুষের কার্যকর শুক্রাণু উৎপাদন মারাত্মকভাবে কমে যেতে পারে। এতে এমনকি বাবা হওয়ার ক্ষমতাও নষ্ট হতে পারে। আর তাই সন্তান চাইলে ক্ষতিকর এ কাজটি করা থেকে বিরত হওয়ার পরামর্শ দিচ্ছেন গবেষকরা।

গবেষকদের সাম্প্রতিক এ অনুসন্ধানের ফলাফল প্রকাশিত হয়েছে বিজেইউ ইন্টারন্যাশনালে। এতে জানা গেছে, শুক্রাণুর ডিএনএতে বড়ধরনের পরিবর্তন ঘটায় ধূমপান। এতে মাইটোকন্ড্রিয়ার ভেতরে অসাড়তা তৈরি হয়, যা সাধারণত কোষের শক্তি যোগায়। আর এ পরিবর্তনের ফলে সন্তান উৎপাদন করা সম্ভব হয় না শুক্রাণুর পক্ষে।

এ বিষয়টি অনুসন্ধানের জন্য গবেষকরা শুক্রাণুর ৪২২টি প্রোটিনকে অনুসন্ধান করেন। এ সময় তারা দেখেন ধূমপায়ীদের শুক্রাণুতে এগুলোর মাঝে একটি সম্পূর্ণ অনুপস্থিত ও ২৭টি কম পরিমাণে রয়েছে। এ বিষয়ে গবেষণাটি অবশ্য বেশ ছোট আকারেই করা হয়েছে। মাত্র ২০ জন ধূমপায়ী ও ২০ জন অধূমপায়ীর মাঝে অনুসন্ধান করা হয়। তবে গবেষণায় যে ফলাফল পাওয়া গেছে, তাকে বেশ গুরুত্বের সঙ্গেই দেখছেন গবেষকরা।

এ বিষয়ে গবেষণাটির অন্যতম গবেষক ও সাও পাওলোর ফেডারেল ইউনিভার্সিটির গবেষণাপত্রটির সিনিয়র লেখক জানান, গবেষণার ফলাফল অত্যন্ত পরিষ্কার। ধূমপান যে পুরুষের বাবা হওয়ার ক্ষমতা হ্রাস করে কিংবা কার্যকর শুক্রাণু উৎপাদন কমিয়ে দেয় এ বিষয়টি উঠে এসেছে গবেষণায়। এ ছাড়া ধূমপায়ীদের যে শুক্রাণু উৎপন্ন হয়, তা থেকে সন্তান জন্মগ্রহণ করে না বা ডিম্বাণু নিষিক্ত হয় না।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com