সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৬
স্বাস্থ্য ডেস্কঃ যারা ধূমপান ছাড়তে চান তারা অনেকেই ই-সিগারেট ব্যবহার করেন। ই-সিগারেট হলো এক ধরণের যন্ত্র যেটা শরীরে ধূমপানের অভ্যাস জনিত নিকোটিনের চাহিদা পূরণ করে কিন্তু তামাকের অন্যান্য কিছু ক্ষয়ক্ষতির ঝুঁকি কমায়।
মূল উদ্দেশ্যে ই-সিগারেটের মাধ্যমে ধূমপানের আসক্তি থেকে সরে আসা এবং একপর্যায়ে এই ই-সিগারেটও ছেড়ে দেয়া।
যদিও বেশিরভাগ বিশেষজ্ঞ মনে করেন ই-সিগারেট ধূমপানের চাইতে নিরাপদ কিন্তু সম্প্রতি প্রকাশিত এক গবেষণা পর্যালোচনা বলছে, যারা ই-সিগারেট ব্যবহার করে তারা ধূমপানের আসক্তি ত্যাগ করতে কম সফল হয়েছে, উল্টো ই-সিগারেট ব্যবহার না করেই সফল হবার উদাহরণ বেশি।
ব্রিটেনের সংবাদপত্র ডেইলি মেইলে প্রকাশিত খবরে বলা হচ্ছে, ই-সিগারেট আপনাকে ধূমপান ছাড়তে সাহায্য করবে না।
পত্রিকাটির শিরোনামে বলা হয়, যেসব ধূমপায়ী ই-সিগারেট ব্যবহার করছেন তাদের ধূমপান ছাড়তে পাড়ার সম্ভাবনা যারা ই-সিগারেট ব্যবহার করছেন না তাদের চাইতে ২৮% কম। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার তামাক নিয়ন্ত্রণ গবেষণা ও শিক্ষা কেন্দ্র থেকে প্রকাশিত এই গবেষণাটি বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছে।কিন্তু এই উপসংহারের সমালোচনাও করছেন অনেক গবেষক।
এই সমীক্ষাকে অবৈজ্ঞানিক আখ্যা দিয়ে কিংস কলেজ লন্ডনের একজন অধ্যাপক অ্যান ম্যাকনেইল বলছেন, ‘আমার উদ্বেগের জায়গা হলো, এই প্রকাশনার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে কারণ অনেকেই মনে করবে ই-সিগারেট যেহেতু ধূমপান ছাড়তে সাহায্য করে না ফলে তারা আমৃত্যু ধূমপান করতে থাকবে। এই গবেষণাকে ‘চূড়ান্ত পর্যায়ে বিভ্রান্তিকর’ উল্ফসন ইন্সটিটিউটের ‘টোব্যাকো ডিপেনডেন্ট রিসার্চের’ পরিচালক অধ্যাপক পিটার হাজেক।
Design and developed by ওয়েব হোম বিডি