নগরীতে ছাত্রলীগ নেতা সাইদকে কুপিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৭

নগরীতে ছাত্রলীগ নেতা সাইদকে কুপিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক :: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মূল গেইটের সামনে সিলেট মহানগর ছাত্রলীগের ৩নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক সাইদ হাসান রাব্বীকে কুপিয়েছে দুর্বৃত্তরা।

রোবববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাব্বীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যান সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সহ-সভাপতি আব্দুল খালিক, মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান, ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হক রিফাতসহ নেতৃবৃন্দ।

দুবৃত্তদের হামলায় ছাত্রলীগ নেতা আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে কতোয়ালি থানার ওসি সুহেল আহাম্মদ বলেন, এ ব্যাপারে কেউ মামলা দায়ের করেনি।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com