সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০
সুরমামেইলডটকম: সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের পাইকরাজ গ্রামের পূর্ব দিক থেকে বন্যার পানিতে ভেসে আসা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৮ জুন) সকাল ৯টার দিকে এসএমপির জালালাবাদ থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
বর্তমানে লাশটি ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন জালালাবাদ থানার অফিসার ইনচার্জ অকিল আহমদ। তিনি বলেন, বন্যার পানিতে ভেসে আসা লাশের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। এখনও কোন পরিচয় পাওয়া যায়নি।
বিথী
Design and developed by ওয়েব হোম বিডি