নগরীতে যানজট : ভোগান্তিতে রোজাদার যাত্রীরা

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, জুন ১১, ২০১৬

নগরীতে যানজট : ভোগান্তিতে রোজাদার যাত্রীরা

images (5)সুরমা মেইল নিউজ : রমজানকে গিরে নগরীতে দেখা দিয়েছে তিব্র যানজট ভোগান্তির শেষ নেই জনসাধারণের। সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু করে বন্দর বাজার, সোবহানীঘাট, নাইওরপুল, মিরা বাজার, শিবগঞ্জ ও বিভিন্ন পয়েন্টে যানবাহনে দীর্ঘ লাইন। রোজা রেখে ট্রাফিক জ্যামে পড়ে গরমে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

যানজটের  আটকাপড়া এক যাত্রী জানান- রমজানে যানজট মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। একদিকে প্রচন্ড গরম, অন্যদিকে যানজট-দু’মিলে রোজাদাররা কাহিল হয়ে পড়েছেন। আজ দুপুরে বন্দরবাজার থেকে মিরাবাজার আসতে প্রায় ১ ঘন্টা সময় লেগে গেল।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com